রাশিয়া-ইউক্রেন সংঘাতের জের, আকাশছোঁয়া সোনার দাম,মাথায় হাত মধ্যবিত্তের

২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণা করার পরই হু হু করে দাম বেড়েছে সোনার। ২৫ ফেব্রুয়ারি শুক্রবার ভারতে এক ধাক্কায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১২৫০ টাকা বৃদ্ধি পেয়ে হল ৪৭ হাজার ২৫০ টাকা। অন্যদিকে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৩৭০ টাকা। সেই হিসাবে আজ অর্থাৎ শুক্রবার ভারতে সোনার দামের পারদ ৫০ হাজারের গণ্ডি পাড় করে পৌঁছাল ৫১ হাজার ৫৫০ টাকায়। 
 

সোনার দামের উর্ধ্বমুখী পারদে (Gold Price Hike) এমনিতেই জেরবার হয়ে গিয়েছিল আম ক্রেতারা। এবার গোদের ওপর বিষফোঁড়ার মত কাজ করছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতি (Russia-Ukraine Conflict)। প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণা করার পরই হু হু করে দাম বেড়েছে সোনার। লক্ষ্মীবারেই এমসিএক্স সূচকে ১০ গ্রাম হলমার্ক সোনার দাম একলাফে ১,৪০০ টাকা বেড়ে গিয়েছে। যা কিনা গত এক বছরে সবচেয়ে বেশি দামী হয়েছে। ইউক্রেন-রাশিয়া সংঘাতের জেরে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। ২৫ ফেব্রুয়ারি শুক্রবার ভারতে এক ধাক্কায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১২৫০ টাকা বৃদ্ধি পেয়ে হল ৪৭ হাজার ২৫০ টাকা। অন্যদিকে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৩৭০ টাকা। সেই হিসাবে আজ অর্থাৎ শুক্রবার ভারতে সোনার দামের পারদ (Gold Price Today) ৫০ হাজারের গণ্ডি পাড় করে পৌঁছাল ৫১ হাজার ৫৫০ টাকায়। 

একদিকে বিয়ের মরশুম অন্যিদকে সোনা কেনার হিরিক। কিন্তু রাশিয়া-ইউক্রেন সংঘাতের জেরে মাথায় হাত সাধারণ ক্রেতা থেকে বিক্রেতা সকলেরই। সোনা কিনতে (Gold Price Today In Kolkata) একেবারে নাভিশ্বাস উঠবে কলকাতার আম ক্রেতাদেরও। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতিতে বিশ্ববাজারে সোনার দামের উর্ধ্বমুখী গতির প্রভাব স্বাভাবিকভাবেই পড়েছে কলকাতার সোনার বাজারেও (Gold Price)। আসুন তাহলে দেখে নেওয়া যাক ২৫ ফেব্রুয়ারি শুক্রবার কলকাতায় সোনার দামের গতিপ্রকৃতি কেমন রয়েছে। কলকাতাতেও প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বৃদ্ধি পেয়েছে ১২৫০ টাকা ও ২৪ ক্যারেটের দাম বেড়েছে ১৩৭০ টাকা। সেই হিসাব মত আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দামের পারদ ছুঁয়েছে ৪৭ হাজার ২৫০ টাকা ও ২৪ ক্যারেট সোনার দাম হাফ সেঞ্চুরির গণ্ডি পাড় করে হল ৫১ হাজার ৫৫০ টাকা।  

Latest Videos

রাশিয়া-ইউক্রেন সংঘাত যদি আগামীদিনেও জারি থাকে তাহলে সোনার দামের পারদ যে চড়চড়িয়ে বাড়বে সেই ইঙ্গিতই কিন্তু পাওয়া যাচ্ছে। রাশিয়া-ইউক্রেন সংকটের প্রভাব কিন্তু শুধু সোনার দামের ওপরই পড়েনি, দাম বেড়েছে অপরিশোধিত তেলেরও। ইউক্রেন রাশিয়া বিরোধের মধ্যে, আট বছরে প্রথমবারের মত ১০০ ডলার ছাড়িয়েছে অপরিশোধিত তেলের দাম। তবে বিয়ের মরশুমে সোনালি ধাতুর দামের গতি যদি এই হারে বৃদ্ধি পেতে থাকে তাহলে এই বিষয়টি ক্রেতা থেকে বিক্রেতা সকলকেই যে ভাবাবে সে কথা কিন্তু আর বলার অপেক্ষাই রাখছে না। 

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik