সোনার দামের চোখরাঙানির মাঝেই ফের উর্ধ্বমুখী দামের পারদ

সোনালি ধাতুর দাম যেভাবে চোখ রাঙাচ্ছে তাতে সত্যিই সোনা কিনতে একেবারে ঝলসে যাচ্ছে মধ্যবিত্তের হাত। এর মাঝেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে একলাফে অনেকখানি বেড়ে গিয়েছিল সোনার দাম। একদিকে ভরপুর বিয়ের মরশুম আর অন্যদিকে চড়চড়িয়ে সোনার দামের গতি বৃদ্ধির ফলে মধ্যবিত্তের পকেটে যথেষ্ট চাপ সৃষ্টি হচ্ছে। তার মাঝেই আজ ৫ ফেব্রুয়ারি শনিবার ফের বাড়ল সোনালি ধাতুর দর। 
 

বারো মাসে তেরো পার্বণের মত হয়তো আমরা সোনা (Gold price Today) কিনি না, কিন্তু বছরের নির্দিষ্ট কিছু দিন যেমন ধরুন ধনতেরস বা পুজোর সময় অনেকেই সোনা কিনতে পছন্দ করেন। একগাদা জামাকাপড় না কিনে অনেকেই পুজো বা জন্মিদেনের টাকা জমিয়ে সোনা কিনতে ভালবাসেন। কিন্তু একটানা দীর্ঘ দিন যেভাবে সোনার দামের পারদ (Gold Price Hike) উর্ধ্বমুখী রয়েছে সেই ক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষে সোনা কেনা সত্যিই দায় হয়ে পড়েছে। সখের কথা যদি বাদও দিই, বিয়ের মরশুমে সোনা কেনা কেনা তো একপ্রকার রীতির মধ্যেই পড়ে। নববধূকে সোনার গয়না দিয়ে সাজানোর প্রথা চলে আসছে সেই কোন প্রাচীন যুগ থেকে। কিন্তু সোনালি ধাতুর দাম যেভাবে চোখ রাঙাচ্ছে তাতে সত্যিই সোনা কিনতে একেবারে ঝলসে যাচ্ছে মধ্যবিত্তের হাত। এর মাঝেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে একলাফে অনেকখানি বেড়ে গিয়েছিল সোনার দাম। একদিকে ভরপুর বিয়ের মরশুম (Wedding Season)আর অন্যদিকে চড়চড়িয়ে সোনার দামের গতি বৃদ্ধির ফলে মধ্যবিত্তের পকেটে যথেষ্ট চাপ সৃষ্টি হচ্ছে। বিশ্ববাজারে সোনার দামের হালককিকত কেমন রয়েছে জেনে নেওয়া যাক। 

সোনার দামের বাড়বাড়ন্তের মাঝেই ফের খানিকটা উর্ধ্বমুখী হল সোনালি ধাতুর দামের পারদ। তাহলে আজ ৫ মার্চ, শনিবার বিশ্ববাজারে সোনার দাম কেমন রয়েছে জেনে নেওয়া যাক। ৫ মার্চ,শনিবার (5th March, Saturday) বিশ্ববাজারে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেটে ৭০০ টাকা ও ২৪ ক্যারেটে ৭৬০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। সেই হিসাবে আজ অর্থাৎ শনিবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে যথাক্রমে  ৪৮হাজার ৪০০ টাকা ও ৫২ হাজার ৮০০ টাকা। বলা বাহুল্য, সোনার দমের এহেন বাড়বাড়ন্তে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ থেকেই যায়। সত্যিই সোনার দামের (Gold Price Today) উর্ধ্বমুখী পারদে জেরবার সাধারণ ক্রেতা। একদিকে বিয়ের মরশুম আর অন্যদিকে চড়া সোনার দাম (Gold Price Hike)। সব মিলিয়ে বিয়ের জন্য গয়না কিনতে রীতিমতো হাত পুড়ছে মধ্যবিত্তের। 

Latest Videos

বিশ্ববাজারে সোনার দামের উর্ধ্বমুখী পারদে এটুকু স্পষ্ট যে কলকাতাবাসীও সোনা কিনতে মোটেই স্বস্তি বোধ করছেন না। কলকাতাতেও এখন ভরপুর বিয়ের মরশুম আর তার মধ্যে সোনার দামের বাড়বাড়ন্ততে একেবারে নাকানি চোবানি খাচ্ছে আমক্রেতা। ৫ মার্চ শনিবার শহর কলকাতায় সোনালি ধাতুর দামের পারদ কোথায় পৌঁছেছে জেনে নিন (Gold Price Today In Kolkata)। উল্লেখ্য, কলকাতাতে শেষ দু-তিন দিন সোনার দাম মোটামুটি স্থির ছিল। আজ ৫ মার্চ শনিবার সোনার দামের পারদ কোথায় গিয়ে ঠেকল দেখে নিন। সেই সঙ্গে এটাও বুঝে নিন আপনার যদি বিয়ের অনুষ্ঠানে বা অন্য কোনও কারনে সোনা কেনার প্রয়োজন হয় তাহলে আপনার পকেটে ঠিক কতটা চাপ পড়তে পারে। ৫ মার্চ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৭০০ ও ৭৬০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দর রয়েছে ৪৮ হাজার ৪০০ টাকা ও ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৫২ হাজার ৮০০ টাকা। সোনার দামের পারদ কবে নিম্নমুখী হবে সেই আশাতেই দিন গুনছে সাধারণ মানুষ। একের পর এক বিয়ের মরশুম পাড়। কিন্তু সোনার দামের গতিপ্রকৃতি কোনওভাবেই সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে না। 

Share this article
click me!

Latest Videos

Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
জগদ্দলে গুলি ও বোমাবাজি, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-কে দায়ী করলেন অর্জুন সিং | Arjun Singh
চরম উত্তেজনা মাদারিহাটে, বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়িতে হামলা তৃণমূল সমর্থকদের
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন