Gold Price Today-সোমবারেও স্বস্তি মিলল না সোনার দামে,কলকাতায় হাফ সেঞ্চুরির ঘরে সোনালী ধাতু

 

একটানা দীর্ঘদিন সোনার দামে কোনও বড়সড় পতনের দেখাই মিলছে না। একই রকমভাবে সোনার দামের গ্রাফ উর্ধবমুখী রয়েছে। সপ্তাহের প্রথম দিন সোমবারেও সোনার দামে ক্ষণিকের স্বস্তিও পেল না আম ক্রেতা।  

সপ্তাহের প্রথম দিনেও কলকাতায় (Kolkata)সোনার দামের(Gold Price) কোনও বড়সড় পরিবর্তন  হল না। দামের পারদ সেই উর্ধ্বমুখীই রয়েছে বলা চলে। রবিবার ও সোমবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দামে কোনও পরিবর্তনই হল না। দুদিনই প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৭ হাজার ৬৮০ টাকা। অন্যদিকে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনালি ধাতুর দামেও দেখা গেল একই চিত্র। দুদিনই প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট রয়েছে ৪৮ হাজার ৬৮০ টাকা। অন্যদিকে কলকাতায় সোমবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনালী ধাতুর দাম(Gold Price today) হয়েছে ৪৭ হাজার ৮৫০ টাকা ও প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৫০ হাজার ৫৫০ টাকা।  হিসাব মত তো, সেই ৫০ হাজারের আশেপাশেই ঘোরাফেরা করছে সোনার দাম। সোনার দামে কোনও বিরাট পতন না হলে সোনা কেনা নিয়ে সাধারণের কপালে কিন্তু সেই চিন্তার ভাঁজ থেকেই যাবে। 

সোনা কেনা তো আর মুখের কথা নয়। সোনা কেনার আগে সাধারণ মানুষকে দামের বিষয়টিকে খুব ভালো ভাবে পর্যবেক্ষণ করে নিতে হয়। কখনও কখনও একটানা বেশ কয়েকদিন সোনার দামে সেভাবে ওঠাপড়া লক্ষ্য করা যায় না।  কখনও আবার প্রায় প্রতিদিনই সোনার দামের(Gold Price) উত্থান পতন লেগেই থাকে। একধাক্কায় সোনার দামে যখন পতন দেখা যায় তখন সাধারণের মুখে হাসি ফোটে। কিন্তু সোনার দামের পারদ যখন আকাশ ছুঁয়ে যায় তখনই কপালে চিন্তার ভাঁজ পড়ে ক্রেতাদের। গোটা ডিসেম্বর মাস জুড়েই চলছে বিয়ের মরশুম। তাই এই সময় সোনা কেনার একটা বিরাট চাহিদা থেকেই যায়। তবে কলকাতার সোনার দাম দেখে এই টুকু তো বুঝেই গেছেন যে সোনালী ধাতু কিনতে হাতে একটু ছ্যাঁকা খেতেই হবে। 

Latest Videos

আরও পড়ুন-Gold Price Today-সপ্তাহ শেষেও সোনার দামে কোনও বড়সড় পরিবর্তন নেই, অস্বস্তিতেই রয়েছে সাধারণ ক্রেতা

আরও পড়ুন-Gold May cheaper-সোনার উপর আমদানি শুল্ক কমানোর প্রস্তাব বাণিজ্যমন্ত্রকের, সস্তা হতে পারে সোনালি ধাতু

আরও পড়ুন-Gold Price Today-ফের খানিকটা উর্ধ্বমুখী সোনার দামের পারদ, দিশেহারা সাধারণ মানুষ

একদিকে করোনা পরিস্থিতিতে চাকুরিজীবী মানুষের পকেটে টান পড়েছিল। অন্যান্য ব্যবসাও যে খুব ভাল চলছিল এমনটা নয়। তবে এখন পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় পুরনো ছন্দে ফিরছে জনজীবন। কিন্তু তা বলে কি সোনার দাম ৫০ হাজারের কাছাকাছি পৌঁছালে সকলের সোনা কেনার সাধ পূরণ হয়...আসলে সাধ্যের মধ্যে সাধ পূরণের জন্য সোনার দামের পতনের দিকেই তাকিয়ে থাকে আম ক্রেতা। উল্লেখ্য, সোনার দাম সাধারণকে স্বস্তি তো দিচ্ছই না উল্টে যে যত সামান্য হারে দাম কমছে তাতে বিয়ের মরশুমে সাধারণ ক্রেতাকে স্বস্তি দিয়েছে এমনটাও বলা যাবে না। কারণ দাম কমার পরও ৫০ হাজারের আশেপাশেই ঘোরাফেরা করছে সোনালী ধাতুর দাম। 

Share this article
click me!

Latest Videos

তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা
পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য Canning-এ | South 4 Parganas News Today
চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস Rachana Banerjee-র | Hooghly News Today
‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral