Gold Price Today - কালীপুজোর দিন সোনায় সোহাগা, লাগাতার ২ দিন দাম কমল সোনার, দর বাড়ল রূপোর

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো শেষ হতে না হতেই কালীপুজোর জন্য অধীর অপেক্ষায় থাকে বাঙালিরা। চলতি বছরে  ৪ঠা নভেম্বের বৃহস্পতিবার কালীপুজো। কালীপুজোর দিন সোনার দাম ফের একধাক্কায় অনেকটাই কমল। লাগাতার ২ দিন দাম কমল সোনার। তবে গতকালের তুলনায় বেশ খানিকটা দর বেড়েছে রূপোর। দিওয়ালির আগেই ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো শেষ হতে না হতেই কালীপুজোর জন্য অধীর অপেক্ষায় থাকে বাঙালিরা। চলতি বছরে  ৪ঠা নভেম্বের বৃহস্পতিবার কালীপুজো। এদিন সকলেই মেতে ওঠেন শ্যামা মায়ের আরাধনায়। এদিন শক্তিরূপিনী দেবীর আরাধনার দিন। সকলেই নিষ্ঠাভরে মায়ের আরাধনা করে থাকেন। অমাবস্যা তিথিতেই মা কালীর পুজো করা হয়। সারাদিন উপোস করে নিষ্ঠাভরে মায়ের পুজো করা হয়। কালীপুজোর দিন সোনার দাম ফের একধাক্কায় অনেকটাই কমল। লাগাতার ২ দিন দাম কমল সোনার। তবে গতকালের তুলনায় বেশ খানিকটা দর বেড়েছে রূপোর। 

 

Latest Videos

 

উৎসবের মরশুমে সোনা কেনার চাহিদা  যেন একলাফে অনেকটাই বেড়ে যায়। সোনার দাম উর্ধ্বমুখী হওয়া সত্ত্বেও সোনা কেনার চাহিদা রয়েছেই। দুর্গাপুজোর সময় থেকেই উৎসবে মাতোয়ারা বাঙালির সোনা কেনার চাহিদা থাকে তুঙ্গে। কবে দিওয়ালি (Diwali 2021) কিংবা ধনতেরাসের সময় তা কেনার ধুম যেন কয়েকগুণ বেড়ে যায়। ইতিমধ্যেই গতকাল ধনতেরাসের দিন (Dhanteras 2021) সোনার দাম কমায় সোনালি ধাতু কেনার ধুম পড়েছে। দোকানগুলিতেও উপচে পড়েছে সাধারণ মানুষের ভিড়। দিওয়ালির (Diwali) সময়টাতে সোনা কেনার হিড়িক লেগেই থাকে অবাঙালি থেকে বাঙালিদের। কারণ এই সময়টাতে সোনা কেনা শুভ বলেই মানা হয়। এবার দিওয়ালির আগেই ফের একলাফে দাম কমল সোনার (Gold Price Drop)। রেকর্ডের চেয়ে প্রায় ৮৫০০ টাকা সস্তা হল সোনা। দিওয়ালির আগেই ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

 

 

দিওয়ালির  (Diwali)আগে ভারতীয় বাজারে দাম কমল সোনার এবং রূপোর। এমসিএক্স (MCX)সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম অনেকটাই কমে গেছে। উৎসবের মরশুমে সোনার দাম (Gold Price) ওঠা-নামা যেন লেগেই রয়েছে। গত প্রায় ১০ দিন ধরেই সোনার দাম অনেকটাই নিম্মমুখী ছিল। এবার দিওয়ালির আগেই ফের দাম কমল সোনা ও রূপোর। একটা সময়ে ৫০ হাজারের গন্ডি পার করলেও ভারতীয় বাজারে এমসিএক্স  (MCX)সূচকে ১০ গ্রাম গোল্ডের দাম অনেকটাই কমেছে।গত পাঁচ মাসে সর্বনিম্ন স্তরে নেমেছিল সোনা। 

আরও পড়ুন-Happy Diwali Wish - দীপাবলির সেরা ১৫টা শুভেচ্ছা যা আপনাকে প্রিয়জনকে পাঠাতে উৎসাহ দেবে

আরও পড়ুন-Big Bumper - কীভাবে 'Double' হবে আপনার টাকা, ইনভেস্ট করুন এই সরকারি স্কিমে

আরও পড়ুন-Diwali 2021 - রঙ্গোলি হোক কিংবা মাটির প্রদীপ, দিওয়ালিতে কীভাবে সাজাবেন অন্দরমহল, রইল টিপস

 

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (Multi Commodity Exchange) সোনার দামে ফের বড়সড় পতন।  গত বছর আগস্টে ১০ গ্রাম সোনার দামের উত্থান-পতনের সাক্ষী থেকেছে সোনা। এবার রেকর্ড দরের চেয়ে ৮৫০০ টাকার মতোন কম আছে সোনা (Gold Price Drop) । ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম  ৪৭, ১০০ টাকা।  যা গতকালের তুলনায় অনেকটাই নিচে নেমেছে। এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৯,৯০০ টাকা। যা গতকালের তুলনায় অনেকটাই কম। বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হওয়ায় দীপাবলিতে সোনা ও রূপোর চাহিদা বাড়বে বলেই আশা করছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এছাড়া গতবারের তুলনায় ধনতেরাসে সোনার দাম চাহিদাও বেড়েছে। এবার দীপাবলিতেও (Diwali 2021 )সোনা বিক্রি বাড়বে বলেই আশা করছেন স্বর্ণ ব্যবসায়ীরা। সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ অনেকটাই দাম কমেছে রূপোরও (Silver Price) । তবে ৭০ হাজারের চেয়ে অনেকটাই নিচে নেমেছে রূপোর দর। সোনার  (Gold Price) থেকেও  অনেকটা বেশি আশা জাগাচ্ছে রূপো। কলকাতার বাজারে ১ কেজি রূপোর  (Silver Price Drop)আজকের দাম ৬২,৫০০  টাকা। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia