অগ্নিমূল্য বাজারে সোনা কিনে সঞ্চয় করতে চান, জেনে নিন আয়করের কিছু নিয়মবিধি

  • ৫০ হাজারের গন্ডি পার করেছে সোনার দাম
  • সোনার দাম বাড়ায় মজুত রাখা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে
  • আয়কর দফতরের নিয়ম অনুসারে সোনা মজুত রাখার নির্দিষ্ট নিয়মবিধি রয়েছে
  • একজন বিবাহিত মহিলা ৫০০ গ্রাম পর্যন্ত সোনা মজুত করে রাখতে পারে
     

Riya Das | Published : Jul 4, 2020 7:14 AM IST / Updated: Jul 04 2020, 01:41 PM IST

৫০ হাজারের গন্ডি পার করেছে সোনার দাম। একদিকে বিয়ের মরশুম, আর তার উপরেই লাগাতার  বাড়তে শুরু করেছে সোনার দাম। মাসের শুরুতেই রেকর্ড হারে বাড়ছে  সোনার দাম। দাম বাড়া কামার মধ্যেও সোনার প্রতি যেন আলাদাই একটা টান রয়েছে বাঙালির। তবে শুধু বাঙালির নয়, ভারতীয়দের সোনার প্রতি অপার টান নতুন কিছু নয়, এ যুগ যুগ ধরে চলে আসছে। সমীক্ষায় দেখা গেছে, সারা বিশ্বে যে দেশগুলি সোনা সঞ্চয় করে রাখে তার মধ্যে প্রথমসারিতে রয়েছে ভারতের নাম। ভারতীয় পরিবারগুলিতে সঞ্চয়ের দুই তৃতীয়াংশ সোনা এবং রিয়েল এস্টেটে বিনিয়োগ করে। তবে যে হারে সোনার দাম বেড়েছে, তাতে ভবিষ্যতে সোনা মজুত রাখা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে। বাড়িতেও সোনা কতটা পরিমাণে মজুত রাখতে পারবেন তার জন্যও রয়েছে আয়করের নানা নিয়মবিধি।

আরও পড়ুন-জিওর হাত ধরেই ডিজিটালে ভারত, ভিডিও কনফারেন্স অ্যাপ 'জিও মিট'-এ নয়া চমক মুকেশ আম্বানির...

বাড়িতে সোনা মজুত রাখার ক্ষেত্রে নানা নিয়মবিধি রয়েছে। আয়কর দফতরের নিয়ম অনুসারে সোনা মজুত রাখার নির্দিষ্ট নিয়মবিধি রয়েছে। 

কোনও পরিবারে একজন বিবাহিত মহিলা ৫০০ গ্রাম পর্যন্ত সোনা মজুত করে রাখতে পারে।

অবিবাহিত মহিলার ক্ষেত্রে এর অঙ্কটা অর্ধেক হয়ে যায়। অবিবাহিতরা ২৫০ গ্রাম পর্যন্ত সোনা কিনে রাখতে পারেন।

অন্যদিকে কোনও পরিবারে একজন পুরুষ তার আয় সংক্রান্ত নথি না দেখিয়েই ১০০ গ্রাম অবধি  সোনা নিজের কাছে রাখতে পারেন।

তবে আয়করের নিয়ম না মেনে অতিরিক্ত সোনা বাড়িতে রাখলেই বড়
অঙ্কের জরিমানা হতে পারে।

সেক্ষেত্রে আয়কর দফতরকে সোনার পরিমাণের সমস্ত নথি দিতে হবে। এবং শুধু তাই নয়, তার রোজগারের মাধ্যম, ইনকাম ট্যাক্স রিটার্নের প্রমাণপত্র সমস্তটাই দেখাতে হবে। সেখানে গড়মিল দেখা দিলেই শাস্তি পেতে হবে।

২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৩১০টাকা। গতকাল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৭,৩০০ টাকা।

  ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,৬১০টাকা। এবং গতকাল ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম  ছিল ৪৮,৬০০টাকা।
 

Share this article
click me!