৯০ দিনের আগেই ধামাকাদার ১২টি মেগা ডিল, নয়া রেকর্ড গড়ল মুকেশ আম্বানির 'জিও'

  • ফের বড় চমক নিয়ে হাজির রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি
  • এবার জিও প্ল্যাটফর্মে বিনিয়োগের ঘোষণা করেছে আমেরিকার সংস্থা ইন্টেল
  • মাত্র তিন মাসেরও কম সময়ের মধ্যে ১২ টি মেগাডিল জিওর
  • জিও প্ল্যাটফর্মের০.৩৯ শতাংশ শেয়ার কিনতে চলেছেন ইন্টেল

Riya Das | Published : Jul 3, 2020 11:23 AM IST / Updated: Jul 03 2020, 04:57 PM IST

লকডাউনের মধ্যেও নয়া ধামাকা নিয়ে হাজির হচ্ছে জিও।  একের পর এক বিজনেস ডিল করেই চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। সম্প্রতি করোনা রুখতে লকডাউন শুরু হয়েছে। আর লকডাউনে আনলক ২পর্ব চলেছে। সেখানও জিও ম্যাজিক সকলকে চমক দেখাচ্ছে। মহাসঙ্কটের সময় যখন অন্যান্য সংস্থা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তখন সবাইকে চমকে দিয়ে গোটা বিশ্ববাজারে উঠে আসছে রিলায়েন্স জিও-র নাম। নিজেরাই নিজের রেকর্ড ভাঙছে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এবার বড় চমক নিয়ে হাজির রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি।

আরও পড়ুন-উপোস করলেই বাড়বে সঙ্গমের চাহিদা, গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য...

এবার জিও প্ল্যাটফর্মে বিনিয়োগের ঘোষণা করেছে আমেরিকার সংস্থা ইন্টেল। জিও প্ল্যাটফর্মের০.৩৯ শতাংশ শেয়ার কিনতে চলেছেন তারা। কিছুদিন আগেই মাত্র ৫৮ দিনের মধ্যেই ১৬৮,৮১৮ কোটি টাকা মার্কেট থেকে ঘরে তুলে এনেছিল জিও।র এই টাকার মধ্যে শুধুমাত্র জিও-র  ১১টি মেগা ডিল থেকে এসেছিল ১১৫,৬৯৩,৯৫ টাকা। এবার  ১,৮৯৪.৫০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করল ইন্টেল।

 

 

আরও পড়ুন-বড় ধামাকা, অ্যামাজন-ফ্লিপকার্টের চুক্তির পর এবার বিগবাজার কিনতে চলেছেন আম্বানি...

ইতিমধ্যেই  ফেসবুক সহ মোট ১১টি বড় সংস্থার সঙ্গে নিজেদের ডিল সেরে নিয়েছে মুকেশ আম্বানির কোম্পানী জিও।  মাত্র তিন মাসেরও কম সময়ের মধ্যে ১২-তম বার লগ্নি জিওর।  এত কম সময়ের মধ্যে ১২টি বিদেশি লগ্নি টেনে একের পর এক ধামাকাদার রেকর্ড গড়ছে জিও। কিছুদিন আগে জিও প্ল্যাটফর্মেও বিনিয়োগ করেছেন সৌদি আরবেন সংস্থা পিআইএফ। জিও প্ল্যাটফর্মের ২.৩২ শতাংশ শেয়ার কিনেছেন  পিআইএফ সংস্থা। ১১,৩৬৭ কোটি টাকা তারা বিনিয়োগ করবে এই জিও প্ল্যাটফর্মে।  সব মিলিয়ে এখন পর্যন্ত ১০২,৪৩২,৪৫ কোটি টাকা এসেছে রিলায়েন্স জিও কাছে। যা অবশ্যই বড় সাফল্য। মাত্র ৩ মাসের আগেই মোট ১২ টি বিদেশী লগ্নি টেনে নয়া রেকর্ড গড়ল জিও।
 

Share this article
click me!