ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের সঙ্গে জোট বেঁধে নতুন ব্যবসায় পা রাখতে পারেন। এই ব্যবসা থেকে মাসিক মোটা টাকা উপার্জন হবে। মাসে ৮০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করার সুযোগ পেতে পারেন।
অতিমারি করোনা গ্রাস করেছে হাজার হাজার মানুষের রুজি রুটি। চাকরি হারিয়ে অনেকেই ভুগেছেন বেকারত্বের যন্ত্রনায়। তবে কথায় আছে না, সব খারাপের মাঝেও ভাল কিছু হওয়ার একটা সম্ভবনা থাকে। ঠিক সেই রকমই কোভিড পরিস্থিতিতে অনেকেই নিজেদের জমানো পুঁজি দিয়ে স্টার্টআপ ব্যবসা(Startup Business) শুরু করতে উদ্যোগী হয়েছেন। অনকে কিন্তু আবার সফলও হয়েছেন। করোনার অশুভ ছায়া আজও পিছু ছাড়েনি। নতুন আতঙ্কের নাম ওমিক্রন। আগামী দিনে পরিস্থিতি আবার কোন দিকে মোড় নেয়, তা কিন্তু সকলেরই অজানা। তাই চাকরির পাশাপাশি যদি স্টার্টআপ বিজনেস শুরু করতে চান তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত এক অফার। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের(IRCTC) সঙ্গে জোট বেঁধে নতুন ব্যবসায় পা রাখতে পারেন। বলা বাহুল্য, এই ব্যবসা মারফত মাসিক মোটা টাকা উপার্জনের সুযোগ পেয়ে যাবেন(Good Rerturns)। এই ব্যবসা শুরুর জন্য আপনাকে কোথাও যেতেও হবে না ৷ শুধুমাত্র একজন টিকিট এজেন্টের(Ticket Agent)ভূমিকা পালন করতে হবে। যে ভাবে রেলওয়ে কাউন্টারে (Railway ticket counter) একজন কর্মী বা ক্লার্ক টিকিট কাটে ঠিক একই ভাবে রেলওয়ে যাত্রীদের টিকিট কেটে দিতে হবে আপনাকে ৷ উল্লেখ্য, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC রেলের একটি বিশেষ পরিষেবা ৷ এর মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে আরও একাধিক সুবিধা প্রদান করা হয় যাত্রীদের৷
জেনে নিন কীভাবে একজন এজেন্ট হওয়ার জন্য আবেদন করবেন। প্রথমে অনলাইনে টিকিট কাটার জন্য আপনাকে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC-র ওয়েবসাইটে গিয়ে এজেন্ট হওয়ার জন্য আবেদন করতে হবে ৷ তারপরই আপনি একজন অথোরাইজড টিকিট বুকিং এজেন্ট (Ticket booking agent)হয়ে যাবেন ৷ এরপর আপনিও কারোর হয়ে টিকিট বুকিং করতে পারবেন ৷ প্রসঙ্গত,ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC টিকিট বুকিং করার জন্য এজেন্টদের বেশ ভালই কমিশন দিয়ে থাকে ৷
আরও পড়ুন-Business ideas-বিনা বিনিয়োগে অর্থলাভের সুযোগ, শুরু করুন আধারকার্ড ফ্র্যাঞ্চাইজি-র ব্যবসা,জানুন পদ্ধতি
আরও পড়ুন-Startup Business Tips-কোভিডে কাজ হারানোর যন্ত্রনা, ঘরে বসে উপার্জনের সুযোগ
যাত্রীদের নন এসি কোচের টিকিট বুকিং করার জন্য ২০ টাকা প্রতি টিকিটে এবং এসি ক্লাসে বুকিং করার জন্য ৪০ টাকা প্রতি টিকিটে কমিশন পাওয়া যায় ৷ এছাড়া টিকিট ভাড়ার ১ শতাংশও এজেন্টকে দেওয়া হয়ে থাকে ৷ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC-র এজেন্ট হওয়ায় যে বিশেষ সুবিধা রয়েছে সেটি হল টিকিট বুকিং করার কোনও লিমিট নেই , অর্থাৎ আপনি যত খুশি টিকিট বুকিং করতে পারেন। মাসে আপনার কাছে যত গ্রাহক আসবে আপনি ইচ্ছে হলে প্রত্যেকেরই টিকিট বুকিং করে দিতে পারেন। এছাড়াও ১৫ মিনিটে তৎকাল টিকিট বুকিং করার অপশনও পেয়ে যাবে আপনি ৷ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC-র একজন এজেন্ট হিসেবে শুধু ট্রেনের টিকিটই নয়, অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমানের টিকিটও বুকিং করতে পারবেন। এজেন্টদের জন্য মাসে যেহেতু টিকিট বুকিংয়ের কোনও লিমিট নেই, সেই হিসেব অনুযায়ী একজন এজেন্ট প্রতি মাসে ৮০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করার সুযোগ পেয়ে থাকেন।