তৎকাল টিকিটের ঝামেলা এখন অতীত, ঘরে বসেই এক চুটকিতে পেয়ে যান কনফার্ম টিকিট

রেলের তৎকাল টিকিট পাওয়াকেও আরও সহজ করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতীয় রেল। আর এই সুবিধায় বিশেষভাবে উপকৃত হবে বিহার থেকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড,উত্তরপ্রদেশ ও মধ্য়প্রদেশের রেলযাত্রীরা। রেলের তৎকাল টিকিটের পদ্ধতি আরও সহজ হওয়ার ফলে রেলে ভ্রমণকারীদের ট্রেনে কোটা খোঁজার প্রয়োজন হবে না। এঘরে বসে সহজেই আইআরসিটিসি-র নতুন তৎকাল অ্যাপে কনফার্ম টিকিট পেয়ে যাবেন।

Kasturi Kundu | Published : Feb 22, 2022 7:10 AM IST

যতদিন যাচ্ছে ততই উন্নত হচ্ছে ভারতীয় রেল পরিষেবা (INdian Railway)। ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফে বিভিন্ন ধরণের অত্যাধুনির সুবিধা রেলযাত্রীদের জন্য নিয়ে এসেছে। ইউপিআই অ্যাপে মাধ্যমে টিকিট কাটার পদ্ধতিকে যেমন সুবিধা করেছে তেমনই রেলকর্মীদের বন্ধ হয়ে যাওয়া নাইট ভাতা চালু করারও সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এবার রেলের তৎকাল টিকিট পাওয়াকেও আরও সহজ করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতীয় রেল (Indian rail)। আর এই সুবিধায় বিশেষভাবে উপকৃত হবে বিহার থেকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড,উত্তরপ্রদেশ ও মধ্য়প্রদেশের রেলযাত্রীরা। নতুন বছরের গোড়া থেকেই ভারতীয় রেলের নিত্য নতুন পদক্ষেপে সত্যিই রেলযাত্রীদের মুখে এখন চওড়া হাসি। আইআরসিটি-র (IRCTC) ওয়েব সাইট থেকে পাওয়া যাবে তৎকাল টিকিট কাটার নতুন অ্যাপ (IRCTC New App) যার মাধ্যমে ঘরে বসে সহজেই কনফার্ম টিকিট (Get Confirm Ticket Through IRCTC New App) পেয়ে যাবে যাত্রীরা। 

প্রসঙ্গত, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি (IRCTC)তার নিজস্ব অ্যাপে আমূল পরিবর্তন এনেছে।  ভারতীয় রেলের তরফে যে তৎকাল টিকিটকে আরও সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার জেরে বেশ কয়েকটি জায়গার রেলযাত্রীরা বিশেষ সুবিধা উপভোগ করছে। সেই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশের যাত্রীদের অনেকটা স্বস্তি দেবে রেলের এই নয়া সিদ্ধান্ত। রেলের তৎকাল টিকিটের পদ্ধতি আরও সহজ হওয়ার ফলে রেলে ভ্রমণকারীদের ট্রেনে কোটা খোঁজার প্রয়োজন হবে না। আইআরসিটিসি-র তরফে তৎকাল টিকিটের জন্যএকটি নতুন অ্যাপ চালু করা হয়েছে। সেখানেই কনফার্ম টিকিট পাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। তৎকাল কোটার অধীনে আসন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে এই অ্যাপে। এক্ষেত্রে যাত্রীদের আরও একটি বড় সুবিধা হল, বিভিন্ন ট্রেনের নম্বর লিখে তৎকাল কোটা থেকে আসন খুঁজতে হবে না।

Latest Videos

আরও পড়ুন-রেলের নয়া উদ্যোগ, আকর্ষণীয় ছাড়ে কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটার সুবিধা

আরও পড়ুন-অনলাইন টিকিটে নয়া নিয়ম IRCTC-র, ই-টিকিটে লাগবে মোবাইল নম্বর ও ই-মেল ভেরিফিকেশন

আরও পড়ুন-দূরপাল্লার ট্রেনে রান্না করা খাবার পরিষেবা চালু আইআরসিটিসির, রইল বুকিং পদ্ধতি

আইআরসিটি তৎকাল অ্যাপের মাধ্যমে যেকোনও রুটে চলমান ট্রেনগুলিতে আজ, আগামীকাল বা পরশুর জন্য তৎকাল কোটার আসন সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যাবে। আগে যেমন প্রতিটি ট্রেনের নম্বর লিখে আলাদা আলাদাভাবে আসন দেখতে হয়, সেটা যথেষ্ঠ সময়সাপেক্ষও ছিল। তবে সে সব এখন অতীত। আইআরসিটিসি অ্যাপের মাধ্যমেই একবারে জেনে নেওয়া যাবে কোন কোন আসন খালি রয়েছে। যে রুটের তৎকাল টিকিট দরকার সেই রুটের সব ট্রেনের টিকিটের সম্পূর্ণ বিবরণ এই অ্যাপে পাওয়া যাবে। এই অ্য়াপ ডাউনলোড করাও বেশ সহজ। গুগল স্টোর বা আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে এটি ডাউনলোড করার বিশেষ সুবিধা রয়েছে। 

তৎকাল টিকিটের বুকিং শুরু হয় সকাল ১০ টা থেকে। সকাল ১০ টা থেকে এসি কোচের জন্য টিকিট কাটা হয়। তারপরে ১১ টা থেকে স্লিপার বা নন এসি কোচ বা ক্লাসের জন্য টিকিট কাটাহয়ে থাকে। তৎকাল টিকিট পাওয়ার জন্য বিশেষ বেগ পেতে হয়। একসঙ্গে বহু মানুষ তৎকাল টিকিট বুকিং করে বলে টিকিট পেতে খুব সমস্যা হত। তবে এবার আইআরসিটিসি তৎকাল অ্যাপে কনফার্ম টিকিটের সুবিধা আনার ফলে মানুষ অনেকটা স্বস্তি পেয়েছে। এতদিন তৎকাল টিকিট কাটতে একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হত। সেই জন্যও অনেকখানি সময় নষ্ট হত। তবে এখন আইআরসিটিসি-একটি অপশন দেয়।  সেখানের নির্দেশ মত টিকিট বুক করতে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না যাত্রীদের। 

তৎকাল টিকিটের জন্য আইআরসিটিসি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেট বা UPI-এর সাহায্যে বিল পেমেন্ট বা অর্থ দেওয়ার সুবিধা দিয়ে থাকে। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে যদি টিকিট বুকিংয়ের টাকা দেওয়া হয় তাহলে তার সব বিবরণ পূরণ করতে হয়। এতে অনেক সময় লাগে। তাই আইআরসিটিসি ওয়ালেটে টাকা রাখা উচিত। অনেক সময়ই বহু মানুষের চটজলদি ভ্রমণের জন্য তৎকাল টিকিটের প্রয়োজন হয়। সেই সময় নানা রকম সমস্যায় পড়তে হত। কিন্তু এখন সেসব অতীত। কনফার্ম টিকিট হাতে নিয়েই নিশ্চিন্তে ভ্রমণের বন্দোবস্ত করেছে ভারতীয় রেল। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
Suvendu Adhikari Live: নন্দীগ্রামে কালীপূজোর উদ্বোধনে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
সর্দার প্যাটলের জন্মদিবসে স্ট্যাচু অফ ইউনিটিতে প্রধানমন্ত্রী, জানালেন শ্রদ্ধা | Narendra Modi
কালীপুজোর আগের দিন অভয়ার বাড়িতে অগ্নিমিত্রা, দেখুন কী বললেন এই বিজেপি নেত্রী | Agnimitra Paul
পরীক্ষার আগেই মনোনীত চার, দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন চাকরি প্রার্থীরা