মোদী সরকারের দুটি নতুন বীমা প্রকল্প, খুঁটিনাটি ট্যুইট করে জানাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

সাধারণ মানুষকে সুরক্ষিত জীবন প্রদানের জন্য প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা ও প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার বিশেষ প্রকল্প নিয়ে এসেছে মোদী সরকার। এই বীমার আওতায় ৪ লাখ টাকা পর্যন্ত বাম্পার কভারেজ পাওয়া যাবে। পলিসি কিনতে খরচ হয় ৩৪২ টাকা। স্টেট ব্যাঙ্ক নিজস্ব ট্যুইটার অ্যাকাউন্টে এই বীমার কথা জানিয়েছে। অটো ডেবিট সুবিধার মাধ্যমে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্টধারীদের থেকে প্রিমিয়াম কাটা হবে বলেও জানিয়েছে স্টেট ব্যাঙ্ক। 

দেশের কম বেশী প্রতিটি সাধারণ নাগরিকই সুরক্ষিত ভবিষ্যতের উদ্দেশ্যে বীমা (Insurance) করান। তবে অতিমারি করোনা পরিস্থিতিতে এই বীমার পরিমান বেড়েছে অনেকটা। প্রসঙ্গত, একটি সমীক্ষায় উঠে এসেছে বহু মানুষ করোনাকালে প্রথম বীমার আওতায় এসেছেন। উল্লেখ্য, সমাজের অর্থনৈতিক ভেদাভেদ এড়িয়ে সকল মানুষ যাতে বীমার আওতায় আসতে পারেন সেই বিষয় বিশেষভাবে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকারও (Central Government)। আর সেই জন্যই সাধারণ মানুষকে সুরক্ষিত জীবন প্রদানের জন্য প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা ও প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার  (Pradhan Mantri Suraksha Bima Yojana ও Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) বিশেষ প্রকল্প নিয়ে এসেছে মোদী সরকার (Modi Government)। 

কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে সাধারণ মানুষের জীবন এখন অনেকখানি সুরক্ষিত হয়েছে তা বলাই যায়। এই বীমার আওতায় ৪ লাখ টাকা পর্যন্ত বাম্পার কভারেজ (4 Lakh Coverage) পাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। আর এই বীমার জন্য খরচ করতে হয় মাত্র ৩৪২ টাকা। অর্থাৎ পলিসি কিনতে খরচ হয় ৩৪২ টাকা। প্রসঙ্গত, দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এই দুই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। ব্যাঙ্কের নিজস্ব ট্যুইটার অ্যাকাউন্টে এই বীমার কথা উল্লেখ করা হয়েছে। এই বীমার ক্ষেত্রে রয়েছে আরও একটি বিশেষ সুবিধা। অটো ডেবিট সুবিধার মাধ্যমে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্টধারীদের থেকে প্রিমিয়াম কাটা হবে বলেও জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। 

Latest Videos

আরও পড়ুন-এবার থেকে যখন খুশি এটিএম থেকে তুলুন FD-র টাকা, নয়া উদ্যোগ SBI-এর

আরও পড়ুন-কোভিড পরিস্থিতিতে ব্যাঙ্কের উদ্যোগ, স্বাস্থখাতে সুবিধার্থে ক্রেডিট কার্ড

আরও পডুন-একলাফে ১০ হাজার থেকে ১ লাখে পৌঁছাল ই-রুপির টাকার অঙ্ক, সুখবর প্রদানকারী আরবিআই

প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা ও প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার আওতায় যদি বীমাকারীর মত্যু হয় বা পুরোপুরি অক্ষম হয়ে পড়েন সেক্ষেত্রে তাঁকে ২ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। আর যদি বীমাকারী আংশিকভাবে অক্ষম হয়ে পড়ে তাহলে ১ লাখ টাকা পর্যন্ত কভারেজ দেওয়ার বন্দোবস্ত রয়েছে এই বীমার আওতায়। ১৮ থেকে ৭০ বছর বয়সী যে কোনও ব্যক্তি এই বীমার আওতায় আসতে পারে। এই বীমাদুটির মেয়াদ মাত্র একবছরের জন্য। কোনও ব্যক্তি যদি একবছরে একবার ৩৪২ টাকা দেন সেক্ষেত্রে তিনি  ৪ লাখ টাকার কভারেজ পেয়ে যাবেন। ১ জুন থেকে ৩১ মে পর্যন্ত বীমার কভার পাওয়া যায়। ৩৩০ টাকা করে প্রিমিয়ম দিতে হয়। উল্লেখ্য, এই স্কিমের সুবিধা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। আর প্রিমিয়ামের টাকা যাতে অটো ডেবিট পদ্ধতিতে কাটা যায় সেই জন্য পর্যাপ্ত টাকা থাকা বাঞ্ছনীয়। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya