দীর্ঘদিন যারা অনলাইনে টিকিট কাটেন নি তাঁরা যখন টিকিট কাটতে যাবেন তাঁদের জন্য কয়েটি বিশেষ নিয়ম মেনে চলার নয়া নির্দেশিকা জারি করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। এবার থেকে অনলাইন টিকিট বা ই-টিকিট ( e-ticket) কাটার জন্যে নিজেদের মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ভেরিফাই করতে হবে৷ নাহলে টিকিট কাটা যাবে না৷
করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন ওয়ার্ক ফর্ম হোমের একটা রীতি চালু ছিল। এখনও সেই রীতি মেনেই অনেক অফিসেই কাজকর্ম হচ্ছে। তবে বেশ কিছু কর্মক্ষেত্র আবার খুলতেও শুরু করেছে। তাই যারা অনেকদিন পর ফের রেলযাত্রা করবেন তাদের জন্য রয়েছে বিশেষ একটি খবর। বর্তমানে উন্নত প্রযুক্তির যুগে অনলাইনেই সিংহভাগ কাজ সেরে ফেলার সুবিধা পাওয়া যায়। রেলের টিকিট কাটার ক্ষেত্রেও রয়েছে অনলাইন টিকিটের সুবিধা। ব্যস্ত জীবনে লাইন দিয়ে টিকিট কাটার চেয়ে অনলাইনে টিকিট কাটতেই বেশি স্বচ্ছন্দ্যবোধ করেন যাত্রীরা। তবে দীর্ঘদিন যারা অনলাইনে টিকিট কাটেন নি তাঁরা যখন টিকিট কাটতে যাবেন তাঁদের জন্য কয়েটি বিশেষ নিয়ম মেনে চলার নয়া নির্দেশিকা জারি করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (Indian Railway Catering and Tourism Corporation)। উল্লেখ্য, অনলাইন টিকিট কাটার ক্ষেত্রে বড়সড় রদবদল ঘটাতে চলেছে আইআরসিটিসি (IRCTC)। তাই এই নতুন নিয়ম সম্পর্কে আপনারও জেনে রাখা দরকার। আজ হয়তো আপনি ঘরে বসে কাজ করছেন। দুদিন বাদে তো অফিস যেতেও হতে পারে। তখন এই নতুন নিয়মের আওতায় কিন্তু আপনাকেও পড়তে হবে।
আসুন ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন রেলের অনলাইন টিকিট কাটার ক্ষেত্রে কী ধরনের বদল আনল জেনে নেওয়া যাক। না হলে ভবিষ্যতে বেশ কিছু অসুবিধার মধ্যে পড়ার সম্ভবনা তৈরি হবে। তাই নতুন নিয়মগুলো সঠিকভাবে একবার বোধগম্য হয়ে গেলে ভবিষ্যতে আর কোনও অসুবিধা আর থাকবে না। আসুন তাহলে দেখে নেওয়া যাক কী কী নতুন নিয়ম জারি করা হচ্ছে। নয়া নিয়ম অনুযায়ী যে সকল যাত্রীরা কোভিড অতিমারির সময় দীর্ঘদিন টিকিট কাটেননি, তাঁদেরকে এবার থেকে অনলাইন টিকিট বা ই-টিকিট ( e-ticket) কাটার জন্যে নিজেদের মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ভেরিফাই করতে হবে৷ নাহলে টিকিট কাটা যাবে না৷ করোনা অতিমারির সময়ে দীর্ঘদিন রেল পরিষেবা বন্ধ ছিল৷ তবে এখন ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পরিষেবা। ট্রেন দীর্ঘদিন বন্ধ থাকার দরুণ এবং ওয়ার্ক হোম চালু থাকায় অনেকেই টিকিট কাটেননি। সেই অংশের নাগরিকদেরই এবার ভেরিফিকেশন করাতে হবে। তবে যারা অতিমারি পরিস্থিতিতেও স্পেশাল ট্রেনের জন্য টিকিট কেটেছেন তাঁদেরকে এই নতুন নিয়মের আওতায় ফেলা হচ্ছে না অর্থাৎ ইমেইল বা মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে না।
আরও পড়ুন-বাতিল একাধিক ট্রেন, বদলেছে কয়েকটির যাত্রাপথও, দেখে নিন পুরো তালিকা
আরও পড়ুন-হাওড়া থেকেই ছুটবে বুলেট ট্রেন, কয়েক ঘণ্টায় কাশী ধাম - বিরাট পরিকল্পনা রেলের
আরও পড়ুন-ভূ ভারতে যা নেই, এবার সেটাই করে দেখানোর প্রচেষ্টা ভারতীয় রেলের
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি কর্তৃপক্ষের মতে, অতিমারির প্রকোপ কিছুটা কমতেই স্বাভাবিক ছন্দে ফিরেছে রেল পরিষেবা। নিয়মিত বুক করা হচ্ছে টিকিট৷ এই সংস্থার হিসাব অনুযায়ী, ভারতীয় রেলে প্রতি ২৪ ঘণ্টায় প্রায় ৮ লাখ টিকিট বুক করা হচ্ছে। কিন্থ যেহেতু দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ ছিল এবং টিকিটও সেইভাবে কাটা হয়নি তাই অনেকরই আইআরসিটিসি-র (IRCTC) অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। কোন কোন অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে তার সঠিক তথ্য উদঘাটন করতেই এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি (IRCTC)।