একদিনে সোনার দামে পতন ১৩০ টাকা, কেরালায় এমন ঘটনার পিছনে নেপথ্য কারন কী

সম্প্রতি এক বিশিষ্ট জুয়েলার্সের তরফে ঘোষণা করা হয়েছিল তারা গ্রাহকদের কাছ থেকে বেশি দামে পুরানো সোনা কিনবেন। এর ফলেই কেরালার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে মতবিরোধ শুরু হয় এবং তাঁদের মধ্যে অনেকেই সোনার বিক্রয়মূল্য কমানোর সিদ্ধান্ত নেয়।
 

একটানা দীর্ঘদিন সোনার দামে (Gold Price) কোনও বিরাট পতন ঘটেনি। গোটা ভারত জুড়েই সোনার দামের পারদ রয়েছে উর্ধ্বমুখী। তবে ১৬  ফেব্রুয়ারি বুধবার কেরালাতে ১৩০ টাকা পর্যান্ত কমানো হল (Gold Price Fall 130 In One Day) সোনার দাম। প্রসঙ্গত, প্রতি ৮ গ্রাম ২২ ক্যআরেট সোনালি ধাতুর দামে দেখা যাচ্ছে এই পতন। তবে উল্লেখ্য, এই পতন স্বাভাবিক পতন নয়। আসলে গ্রাহকদের কাছ থেকে পুরানো সোনা (Old Gold) কেনার বিষয়ে কেরালার স্বর্ণ ব্যবসায়ীদের (Kerala Gold Marchents) মধ্যে মতবিরোধ ঘটে। আর সেই মতোবিরোধের জেরে কেরালার (kerala) কিছু সোনা ব্যবসায়ী আজ সোনার বিক্রয়মূল্য কমিয়ে দিয়েছে। এই দাম কমানোর পরই প্রতি ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১ হাজার ৪০ টাকা। 

উল্লেখ্য, এই রাজ্যের প্রতিটি গয়নার দাম কিন্তু কমেনি। দামের পতনের এই বিষয়টি এক প্রতিযোগীতার ময়দানে এসে নেমেছে। যে সমস্ত স্বর্ণ ব্যবসায়ীরা কেরালা গোল্ড অ্যান্ড সিলভার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (Kerala Gold And Silver Marchents associations) নির্দিষ্ট করা দামের থেকে কম দামে সোনা বিক্রি করছে এই প্রতিযোগীতা মূলত তাঁদের মধ্যে। এই প্রতিযোগীতার সুত্রপাত, গ্রাহকদের থেকে স্বর্ণব্যবসায়ীদের উচ্চমূল্যে সোনা কেনার সময় থেকে। কেরালা গোল্ড অ্যান্ড সিলভার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা আবুল নস্কর (Abul Naskar) জানিয়েছেন, সম্প্রতি এক বিশিষ্ট জুয়েলার্সের তরফে ঘোষণা করা হয়েছিল তারা গ্রাহকদের কাছ থেকে বেশি দামে পুরানো সোনা কিনবেন। এর ফলেই কেরালার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে মতবিরোধ শুরু হয় এবং তাঁদের মধ্যে অনেকেই সোনার বিক্রয়মূল্য কমানোর সিদ্ধান্ত নেয়। এর মাঝেই কেরালা গোল্ড অ্যান্ড সিলভার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের দ্বারা প্রতি গ্রাম সোনার দাম নির্ধারিত হয়েছে ৪৬২০ টাকা। 

Latest Videos

আরও পড়ুন-৫০০-র বেশী পতন সোনার দামে, তবুও সোনা কেনায় মঙ্গলবার মোটেই মঙ্গলময় হল না মধ্যবিত্তের

আরও পড়ুন-একলাফে হাজারের বেশী বাড়ল সোনার দাম, ৫০ হাজারের গণ্ডি পাড় কলকাতায়

আরও পড়ুন-শেষ দুদিন কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম অপরিবর্তিত, সামান্য বাড়ল ২৪ ক্যারেটের দাম

কেরালার কয়েকটি নির্দিষ্ট সোনার দোকান যেমন জোসকো এবং মালাবার জুয়েলার্সের মতো কিছু বাছাই করা জুয়েলার্স কেরালা গোল্ড অ্যান্ড সিলভার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নির্ধারিত হারের চেয়ে কম দামে বিক্রি করছে সোনালি ধাতু। সকালের দিকে প্রতি গ্রাম সোনালি ধাতুর দাম ছিল ৪৬২০ টাকা। তবে একটু বেলা বাড়তেই এই দামে আরও বেশ খানিকটা পতন ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাই জোসকো এবং মালাবার জুয়েলার্স সোনার দাম কমিয়ে ৪৫৫০ টাকা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এমনটাই জনিয়েছেন জোসকো এবং মালাবার জুয়েলার্সের এক কর্মী। 

Share this article
click me!

Latest Videos

‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
Daily Horoscope : ১০ জানুয়ারি শুক্রবার সঙ্গীর সঙ্গে ঝামেলা হওয়ার আশঙ্কা, দেখুন আজকের রাশিফল