আকাশ পথে প্রাইভেট বিমানে যৌন মিলনের সুযোগ, সৌজন্যে লাভ ক্লাউড

ভ্যালেটাইন্সে আপনার ভালবাসা-রোম্যান্সকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে এগিয়ে এসেছে লাস ভেগাসের একটি বিমান সংস্থা লাভ ক্লাউড। ৪৫ মিনিটের বিমান সফরে সঙ্গীর সবচেয়ে কাছে আসার সুযোগটাও পেয়ে যাবেন। বুকিং খরচ ৯৯৫ ডলার। 
 

বসন্তের ছোঁয়া না লাগলেও ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যায় ভালবাসার সপ্তাহ (Valentines week)। চারিদিকে যেন শুধু প্রেম প্রেম (Love) গন্ধ। ৭ থেকে ১৪ তারিখ পর্যন্ত চলে ভ্যালেনটাইন্স উইক। আর এবারের ভ্যালেটাইন্সে আপনার ভালবাসা-রোম্যান্সকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে এগিয়ে এসেছে লাস ভেগাসের (Las Vegas) একটি বিমান সংস্থা লাভ ক্লাউড (Love Cloude)। এই বিমান সংস্থা আপনাকে আকাশপথে ভালোবাসার জোয়ারে ভাসার সুযোগ করে দেবে। ওই যে কথায় আছে না, লাভ ইজ ইন দ্য এয়ার। আপনি যদি  ৯৯৫ ডলার খরচ করেন তাহলেই এই ভ্যালেনটাইন্সে ৪৫ মিনিটের বিমান সফরে সঙ্গীর সবচেয়ে কাছে আসার সুযোগটাও পেয়ে যাবেন। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, এটি একটি প্রাইভেট বিমান (Private Flight)। নিশ্চই ভাবছেন, প্রাইভেট বিমানে তো যাতায়াত করাটা খুবই স্বাভাবিক। পয়সা থাকলেই সেটা সম্ভব। কিন্তু না, এক্ষেত্রে ব্যাপারটা ঠিক সেই রকম নয়। কাহানি মে ট্যুইস্ট তো ওখানেই। এই প্রাইভেট বিমানে আপনি রোম্যান্টিক ডেট থেকে বিয়ে এমনকি সঙ্গীর সঙ্গে যৌন মিলনেও লিপ্ত হওয়ার সুযোগ পেয়ে যাবেন। এই ভ্যালেনটাইন্সে এর থেকে ভাল কোয়ালিটি টাইম স্পেন্ট আর কী বা হতে পারে....শুধু গ্যাটের কড়ি খরচা করে  লাভ ক্লাউড বুক করতে হবে। 

প্রসঙ্গত লাভ ক্লাউড বুকিং-র বিভিন্ন পর্যায় রয়েছে। আকাশ পথে (Love is In The Air) রোম্যান্সের জন্য যেমন খরচ করতে হবে ৯৯৫ ডলার, তেমনই আবার ভাসমান অবস্থাতেই যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নয়া অভিজ্ঞতা সঞ্চার করতে চান তাহলে খসাতে হবে ১ হাজার ১৯৫ ডলার। আর যদি চাই রোম্যান্টিক ডিনারডেট তাহলে দিতে হবে অতিরিক্ত ১০০ ডলার। আকাশ পথে এক ছাদের তলায় গোটা রোম্যান্টিক প্যাকেজের সুবিধা রয়েছে এই লাভ ক্লাউডে (Priveate Flight)। এছাড়াও প্রাইভেট প্লেনের যাত্রীদের জন্য আরও আকর্ষণীয় প্যাকেজের বন্দোবস্ত রয়েছে। আকাশপথ থেকে মাটিতে পা রাখতেই আপনি পেয়ে যাবেন মাইল হাই ক্লাব ফ্লাইটের মেম্বারশিপ কার্ড। উল্লেখ্য, যে সমস্ত প্রেমিকযগল আকাশ পথে কাছাকাছি আসে তাঁরাই একমাত্র মাইল হাই ক্লাব-এর সদস্যপদ গ্রহণের সুযোগ পান। বিশেষ মুহূর্তের জন্য ফ্লাইট (Private Flight) বুক করেন তাহলে পাবেন লাল সাটিনে মোড়া ম্যাটট্রেস ও বালিশ। উল্লেখ্য, বিমানচালকরা নয়েজ় ক্যান্সেলিং হেডফোন ব্যবহার করে থাকেন। 

Latest Videos

আরও পড়ুন-United Airlines Assault: চোখ খুলতেই স্তনে পুরুষ সহযাত্রীর হাত, মাঝ আকাশে বেপরোয়া শ্লীলতাহানি

আরও পড়ুন-খুলে গেল গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, ৭০ জনকে নিয়ে উড়ে গেল বিমান - তদন্তে ডিজিসিএ

আরও পড়ুন-এয়ার ইন্ডিয়ার যাত্রীদের জন্য রতন টাটার বিশেষ বার্তা, কী বললেন তিনি শুনে নিন আপনিও

লাভ ক্লাউডের (Love Cloude) প্রতিষ্ঠাতা ও বিমানচালক অ্যান্ডি জনসন এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, যাত্রীরা যেমন মুখে হাসি নিয়ে এখানে আসেন ঠিক তেমনই যাওয়ার সময়ও যেন সেই হাসি অব্যাহত থাকে তাই জন্যই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই বহু দম্পতি এবং যুগলরা এই পরিষেবার সুবিধা উপভোগ করে ফেলেছেন। তাদের মধ্যে কয়েকজনের অভিজ্ঞতাও সাক্ষাৎকারের মাঝে শেয়ার করেছেন অ্যান্ডি জনসন। তিনি বলেন, ডিভোর্স, ব্রেকআপ যেমন হৃদয় ভাঙে, তেমনই পাল্টে‌ দেয় অনেক কিছু। এই বিচ্ছেদকে আটকাতে এবং সম্পর্কে সেই প্রেম, ভালবাসা ফিরিয়ে আনতেই এই প্রাইভেট বিমানের পরিষেবা শুরু করেছে লাভ ক্লাউড।

তবে এই প্রাইভেট প্লেনের গ্রাহক শুধুই যুগলরা নয়,  তিন থেকে চারজনের গ্রুপ থাকলেও এই প্রাইভেট প্লেনে পরিষেবা নেওয়া যাবে। তবে সেক্ষেত্রে জনপ্রতি ৩০০ ডলার করে বেশি ভাড়া দিতে হবে। যদি শুধু রোম্যান্টিক ডিনারের জন্য এই ফ্লাইট বুক করা হয় সেখানেও থাকছে এলাহি আয়োজন। তিন কোর্স খাবার পরিবেশন করা হয় এই প্রাইভেট বিমানে। সেই খাবার লাস ভেগাসের জনপ্রিয় রেস্তোরাঁ থেকে অর্ডার করা হয়। রোম্যান্টিক ডিনারে চেয়ার, টেবিল ছাড়া রয়েছে একটা ছোট্ট বার আর সোফা। আকাশপথে এই রোম্যান্সের সুযোগ উপভোগ করতে চান তাহলে আজই বুক করুন লাভ ক্লাউড। 

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report