একটা প্রিমিয়ামেই সুরক্ষিত অবসরপ্রাপ্ত জীবন, সৌজন্যে এলআইসি সরল পেনশন প্ল্যান

লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন নিয়ে এসেছে সরল পেনশন প্ল্যান। এই ধরনের পেনশন স্কিমটি আসলে একটি ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান। পেনশন নেওয়ার ক্ষেত্রে চারটি নির্দিষ্ট বিকল্প আছে। সিঙ্গল বা জয়েন্ট স্কিমেও আবেদন করতে পারেন।
 


চাকুরিরত অবস্থায় তো একমাসে একটু বেশী টাকা খরচ হয়ে গেলে পরবর্তী মাসে তা মেকআপ করার সুযোগ থাকে। অবসরের (Retire Life) পর কিন্তু সেই সুযোগ মোটেই সেভাবে আসে না। তখন একটা নির্দিষ্ট পরিমান টাকার অঙ্কের মধ্যেই জীবনযাপনের নয়া অভ্যাস তৈরি করতে হয়। সরকারী কর্মীরা পেনশনের (Pension) সুযোগ পেলেও বেসরকারী কর্মচারীরাদের কিন্তু পেনশনের সুবিধাটুকুও নেই। তবে তাদের জন্য রয়েছে জীবন বীমা নিগম বা এলআইসি। সমাজের সকল স্তরের মানুষেদর জন্য এলআইসি (LIC)-র বিভিন্ন রকমের স্কিমের (LIC Scheme) সুবিধা রয়েছে। সদ্যজাত থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্রে লাভবান স্কিমের সম্ভার রয়েছে এলআইসি-র ঝুলিতে। সেই রকমই একটি স্কিমের কথা আজ জেনে নিন, যেখানে মাত্র একবার বিনিয়োগেই গোটা অবসরপ্রাপ্ত জীবনে পেনশন পাওয়ার সুবিধা পেয়ে যাবেন। অবসরের পর কিন্তু খুব কম মানুষই নতুন করে আবার কাজে যোগদান করে আয়ের পথ খোঁজার চেষ্টা করেন। তাই এই সময় একমাত্র ভরসা পেনশন। তাই অবসরের আগেই অবসর জীবন কাটানোর সঠিক প্ল্যানটা করে নেওয়া বাঞ্ছনীয়। আসুন তাহলে জেনে নেওয়া যাক অবসরপ্রাপ্তদের পেনশনের (Pension Scheme) জন্য এলআইসি-র কী স্কিম রয়েছে। 

অবসরের জীবন কাটানো যাতে কোনওভাবেই মুশকিল না হয় সেই জন্য দেশের সর্বোচ্চ বিমা সংস্থা লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন (Life Insurance Corporation) বা LIC নিয়ে এসেছে সরল পেনশন প্ল্যান (LIC Saral Pension Plan)। উল্লেখ্য, এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হল, আপনি একবার প্রিমিয়াম দিয়েই গোটা অবসর জীবন সুরক্ষিত থাকার সুযোগ পাবেন। এই ধরনের পেনশন স্কিমটি আসলে একটি ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান (Immediate Annuity Plan)। এই প্ল্যানে আপনি যে মুহুর্তে প্রিমিয়াম জমা দেবেন তার পর থেকেই পেনশন পেতে শুরু করবেন। তবে এক্ষেত্রে বেশ কয়েকটি স্তরে পেনশন পাওয়ার সুবিধা রয়েছে। উল্লেখ্য, পেনশন নেওয়ার ক্ষেত্রে চারটি নির্দিষ্ট বিকল্প আছে। একজন ব্যক্তি মাসিক, ত্রৈমাসিক, ষাম্মাসিক ও বার্ষিক হারে পেনশন নিতে পারবে। অর্থাৎ প্রতি মাসে বা তিন মাস অন্তর বা বারো মাসে একবার পেনশন পাওয়ার সুবিধা রয়েছে এই স্কিমে। আপনি কোন প্ল্যানে পেনশন (pension Scheme) নিতে চান সেটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভরশীল। 

Latest Videos

আরও পড়ুন-এলআইসি-র নতুন দিক উন্মোচন, এজেন্ট ও বিমা গ্রাহকদের জন্য এসে গেল সিএসএল রুপে ক্রেডিট কার্ড

আরও পড়ুন-বন্ধ হয়ে যাওয়া পলিসি ফের চালু করতে চান, এলআইসি নিয়ে এল বিশেষ সুবিধা

আরও পড়ুন-LIC-র নতুন যাত্রা, বেসরকারি বীমা সংস্থা পলিসিবাজেরের সঙ্গে চুক্তিবদ্ধ জীবন বীমা করপোরেশন

পেনশন তোলার ক্ষেত্রে যেমন বিভিন্ন সুবিধা রয়েছে, তেমনই পেনশনের জন্য আপনি সিঙ্গল বা জয়েন্ট স্কিমেও আবেদন করতে পারেন। সিঙ্গল স্কিমের নিয়মে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পেনশন পাবেন। আপনার অবর্তমানে নমিনিকে বেস প্রিমিয়াম ফেরত দেওয়া হবে। আর জয়েন্ট স্কিমে পেনশনের আবেদন করলে আপনি এবং আপনার সঙ্গী দুজনেই পেনশন পাওয়ার সুবিধা পাবেন। আপনার অবর্তমানে আপনার সঙ্গীকে কভারেজ প্রদান করা হবে। ৪০-র কোঠা পাড় করলেই এই স্কিমে পেনশনের আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। যদি কেও ১০ লাখ টাকার সিঙ্গল প্রিমিয়াম জমা দেয় তাহলে বার্ষিক ৫০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়ার সুবিধা লাভ করতে পারবেন। এই স্কিমে ঋণ নেওয়ারও সুবিধা রয়েছে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia