রেলের নয়া উদ্যোগ, আকর্ষণীয় ছাড়ে কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটার সুবিধা

রেলযাত্রীর সুবিধার কথা ভেবে এবার আরেকটি নতুন পরিষেবা চালু করল ভারতীয় রেল।  ATVMs মেশিনে যোগ করা হয়েছে নতুন ফিচার। এই ফিচারের সাহায্যে QR কোড স্ক্যান করে ইউপিআই কোড ব্যবহার করে রেলের টিকিট কাটার সুযোগ পাবে যাত্রীরা। কোড স্ক্যান করে টিকিট কাটলে মান্থলির উপরেও ০.৫ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে। 

ভারতীয় রেল (Indian Rail) একের পর এক চমক দিচ্ছে। অতিমারি করোনা আবহ একটু ঠিক হতেই গত ১৪ ফেব্রুয়ারি থেকে রেলে ফিরেছে খাওয়ার পরিষেবা। অর্থাথ এখন দূরপাল্লার সকল ট্রেনেই আইআরসিটিসি পরিষেবা পাওয়ার সুবিধা পাচ্ছে রেলযাত্রীরা। তাঁদের অর্থাৎ রেলযাত্রীর সুবিধার কথা ভেবে এবার আরেকটি নতুন পরিষেবা চালু করল ভারতীয় রেল (Indian rail)। তবে এই পরিষেবাটি লোকাল ট্রেনেক যাত্রীদের (Railway passengers) জন্য বিশেষভাবে কাজে আসবে। মিটবে টিকিট কাটার সমস্যা। অফিস যাওয়ার সময় চূড়ান্ত ব্যস্ততার মাঝে টিকিট কাটার লম্বা লাইটে দাঁড়াতে হবে না। উন্নত প্রযুক্তির যুগে মেশিনের সাহায্যেই কাটা যাবে ট্রেনের টিকিট। প্রসঙ্গত, ATVMs মেশিনে রেলের টিকিট কাটার সুবিধা অনেকদিন ধরেই উপভোগ করছিল যাত্রীরা। তবে সেক্ষেত্রে ছিল বেশ কিছু সীমাবদ্ধতা। নির্দিষ্ট খুচরো বা স্মার্টকার্ড না থাকলে ট্রেনের টিকিট কাটা সম্ভব হত না। এবার যাত্রীদের সেই সমস্যা দূর করতে ATVMs মেশিনে যোগ করা হয়েছে নতুন ফিচার  (New Features)। আর এই ফিচারের সাহায্যে QR কোড স্ক্যান করে ইউপিআই কোড (UPI)ব্যবহার করে রেলের টিকিট (Rail Ticket) কাটার সুযোগ পাবে যাত্রীরা। 

প্রসঙ্গত যাত্রী সুবিধার্থেই রেলের তরফে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবার থেকে ইউপিআই অ্যাপ ব্যবহার করেই টিকিট কাটতে পারবে গ্রাহকরা। এই নতুনফিচার যুক্ত হওয়ার ফলে যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে বলে মনে করছে রেল। এই নয়া ফিচারের সাহায্যে টিকিট কাটা থেকে শুরু করে মান্থলি কাটা, মান্থলির পুর্ননবীকরণ, স্মার্টকার্ড রিচার্জের মত একাধিক সুবিধা পাওয়া যাবে। উল্লখ্য, কম-বেশী প্রায় সকল স্টেশনে ATVMs মেশিন থাকলেও সীমিত ছিল সেটির ব্যবহার। কিছু মানুষই একমাত্র সেটি ব্যবহার করতে পারত। যাত্রীদের তরফে বিভিন্ন সময় এই বিষয়টি নিয়ে ইভিযোগ উঠত। এবার সেই সকল সমস্যার সমাধান করে ATVMs মেশিনে যুক্ত হল নয়া ফিচার। সহজেই ইউপিআই স্ক্যান করে চটজলদি টিকিট কাটার সুযোগ পেয়ে যাবে রেলযাত্রীরা। 

Latest Videos

আরও পড়ুন-অনলাইন টিকিটে নয়া নিয়ম IRCTC-র, ই-টিকিটে লাগবে মোবাইল নম্বর ও ই-মেল ভেরিফিকেশন

আরও পড়ুন-দূরপাল্লার ট্রেনে রান্না করা খাবার পরিষেবা চালু আইআরসিটিসির, রইল বুকিং পদ্ধতি

আরও পড়ুন-ভূ ভারতে যা নেই, এবার সেটাই করে দেখানোর প্রচেষ্টা ভারতীয় রেলের

ATVMs মেশিনে একটি QR কোড থাকবে। সেই কোডটি কোনও ইউপিআই (UPI)অ্যাপ দিয়ে পেমেন্ট করে রিচার্জ (Recharge) করতে পারবে যাত্রীরা। অন্যদিকে, রেলের তরফে জানানো হয়েছে, এই কোড স্ক্যান করে টিকিট কাটলে মান্থলির উপরেও ০.৫ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে। এর ফলে বেশ কিছুটা টাকাও কম খরচ হবে যাত্রীদের। রেলের তরফে নেওয়া এই উদ্যোগকে যেমন সাধুবাদ জানিয়েছে যাত্রীরা, তেমনই আবার অনেকের মনে প্রশ্ন জেগেছে, বহু স্টেশনেই ATVMs মেশিন খারাপ রয়েছে। তাই সেগুলো ঠিক না হলে তো এই নতুন পরিষেবা পাওয়াও সম্ভব নয়। 

Share this article
click me!

Latest Videos

‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি