Reliance Deny Report-মুম্বইতেই থাকবে আম্বানি পরিবার,লন্ডন যাওয়ার খবর ভুঁয়ো, জানাল রিলায়েন্স

-আম্বানি পরিবারের বিরুদ্ধে সম্পূর্ণ ভুঁয়ো একটি তথ্য প্রকাশ করা হয়েছেলন্ডনে নতুন ঠিকানা গড়ে তোলার কোনও পরিকল্পনাই নেই মুকেশ আম্বানিরসোশ্যাল সাইট ট্যুইটারে এমনটাই জানিয়েছে বিশিষ্ট সংবাদ সংস্থা এএনআই

সম্প্রতি এক সংবাদমাধ্যম সুত্রে জানা যায়, খুব শীঘ্রই নাকি মুম্বইয়ের(Mumbai) পাঠ চুকিয়ে ফেলতে চলেছে বিজনেজ টাইকুন মুকেশ আম্বানি(Mukesh ambani)আগামী বছরের এপ্রিল মাস থেকে নাকি লন্ডনই(London) হবে আম্বানি ফ্যামিলির সেকেন্ড হোমকিন্তু রিলায়েন্সের তরফ থেকে সব জল্পনায় জল ঢেলে বলা হয়েছে, এই খবরের নাকি কোনও সত্যতাই নেইআম্বানি পরিবারের বিরুদ্ধে সম্পূর্ণ ভুঁয়ো একটি তথ্য(Fake News) প্রকাশ করা হয়েছেলন্ডনে নতুন ঠিকানা গড়ে তোলার কোনও  পরিকল্পনাই নেই মুকেশ আম্বানিরসোশ্যাল সাইট ট্যুইটারে এমনটাই জানিয়েছে বিশিষ্ট সংবাদ সংস্থা এএনআই(ANI)এখনও পর্যন্ত আম্বানি বা তার পরিবারের তরফে আলাদা করে কোনও বিবৃতি দেননি

Ambanis Moving to Uk-মুম্বই ছেড়ে লন্ডনে আম্বানি পরিবার, নেটদুনিয়ায় কটাক্ষের শিকার আম্বানি ফ্যামিলি

Latest Videos

Namaste London-২০২২-এ লন্ডন পাড়ি আম্বানি ফ্যামিলির,বাড়িতেই থাকবে মিনি হসপিটাল ও বিদেশি চিকিৎসক

মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের লন্ডনে বসবাস করার খবর প্রকাশ্যে আসার পর রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল নেটদুনিয়াসোশ্যাল সাইট ট্যুইটারে নেটিজেনদের ক্ষোভের শিকার হয়েছিলেন তিনি ও তাঁর পরিবারনানারকমের কটূক্তিতে জর্জরিত হয়েছিলেন রিলায়েন্স কোম্পানির কর্ণধারএকেই হয়তো বলে বিনা কারনে দোষের ভাগীদার হওয়া! জানা গেছিল যে আম্বানি পরিবার লন্ডনে যে বাড়িতে শিফট করছেন সেই বাড়ির ভিতর রয়েছে একটা ছোট হাসপাতলআর এটির দায়িত্বে থাকবেন একজন বিদেশী চিকিৎসক(British Doctor) শুধু তাই নয়, যে বিলাসবহুল ম্যানসনে গোটা পরিবারকে নিয়ে মুকেশ আম্বানি জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সেখানে রয়েছে ৪৯ টি বেডরুম৩০০ একর জায়গা নিয়ে বানানো হয়েছে এই বিলাস বহুল বাড়িটিসেই জায়গার বর্তামান দাম ৫৯২ কোটি টাকা লন্ডনে(London) যে জায়গা নিয়েছেন সেখানে নাকি থাকার জন্য যাবতীয় বন্দোবস্তও শুরু করে দিয়েছেনপ্যান্ডেমিক পরিস্থিতিতে মুম্বইয়ের(Mumbai) বাড়িতে একপ্রকার ঘরবন্দী ছিলে আম্বানি পরিবার(Ambani Family)সেই সময়ই নাকি সেকেন্ড হোমের(Second Home) অপশনের কথা মাথায় আসে রিলায়েন্স কোম্পানির কর্ণধার মুকেশ আম্বানিরদীর্ঘদিন ঘন লোকবসতিপূর্ণ এলাকায় থাকার পর এখন একটু নিরিবিলিতে থাকতে চান তিনিতাই লন্ডনের স্টক পার্ক এড়িয়াতে জায়গা খুঁজছিলেনগত বছর থেকেই লন্ডনে জায়গা খোঁজা শুরু করেছিলেন মুকেশ আম্বানিঅবশেষে স্টক পার্ক এড়িয়ায়(Stoke Park Area) খোলামেলা জায়গায় ৩০০ একর জমির ওপর তৈরি হয়েছে আম্বানির নেক্সট হোমজেমস বন্ডের(Jems Bond) মুভিতেও এই ম্যানসনটিকে দেখানো হয়েছিল (JWD) সেই সঙ্গে দিওয়ালি ধামাকা অফারে মাত্র ১৯৯৯ টাকার প্রাথমিক বিনিয়োগে বাজারে এনেছেন জিওফোন নেক্সট এসেছেখুব শীঘ্রই আসবে জিও ল্যাপটপও

 

 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia