নববর্ষেই মার্কিন মুলুকে বাজিমাত আম্বানির,নিউইয়ার্কের ম্যান্ডারিন ওরিয়েন্টালের অংশীদারিত্ব কিনল রিল্যায়েন্স

নিউইয়র্কের প্রথম সারির বিলাসবহুল হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টালের অধিগ্রহণের কথা ঘোষণা করেছে খোদ মুকেশ আম্বানির সংস্থা রিল্যায়েন্স। শনিবার ভারতের শেয়ার বাজারগুলোকে রিল্যায়েন্সের তরফে জানান হয়েছে, নিউইয়র্কের ম্যান্ডারিন ওরিয়েন্টালের ৭৩.৩৭ শতাংশ অংশীদারিত্ব কলম্বাস সেন্টার থেকে কিনে নেবে তারা।

অতিমারি করোনা পরিস্থিতিতে অর্থনীতি একপ্রকার জুবুথুবু। করোনা আবার নতুন করে বেকারত্বের যন্ত্রনা দেবে কিনা সেই নিয়ে বিভিন্ন মহলে তৈরি হয়েছে উদ্বেগ। এরই মাঝে বিদেশের মাটিতে আর্থিক বাজিমাত মুকেশ আম্বানির  (Mukesh Ambani)সংস্থা রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজের(Reliance Industries)। করোনার তৃতীয় ঢেউ যখন আছড়ে পড়েছে গোটা বিশ্বে, সংক্রমনের হার বাড়ছে রকেটের মত তীব্র গতিতে তখন অন্যদিকে ব্যবসায়িক ময়দানে রিল্যায়েন্সের অর্থনৈতিক উন্নতির গ্রাফও একেবারে উর্ধ্বমুখী। অতিমারি করোনা আবহের মধ্যেই মার্কিন মুকুলের এক পাঁচতারা হোটেলের (Five Star Hotel) অংশীদারিত্ব গ্রহণ করল রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ। নিউইয়র্কের (New York) প্রথম সারির বিলাসবহুল হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টালের অধিগ্রহণের কথা ঘোষণা করেছে খোদ মুকেশ আম্বানির সংস্থা রিল্যায়েন্স। উল্লেখ্য, গত বছর এপ্রিলে ব্রিটেনের পার্ক হোটেলও নিজের হেফাঅজতে নিয়ে নিয়েছিল শিল্পপতি মুকেশ আম্বানি। 

শনিবার ভারতের শেয়ার বাজারগুলোকে রিল্যায়েন্সের তরফে জানান হয়েছে, নিউইয়র্কের পাঁচতারা হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টালের ৭৩.৩৭ শতাংশ অংশীদারিত্ব কলম্বাস সেন্টার থেকে কিনে নেবে তাঁরা। রিল্যায়েন্সের শাখা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টস অ্যান্ড হোল্ডিংসের মাধ্যমে খরচ করবে প্রায় ৯.৮২ কোটি ডলার, ভারতীয় মুদ্রার হিসাবে যা প্রায় ৭৩০ কোটি টাকা। রিল্যায়েন্সের পক্ষ থেকে আরও জানান হয়েছে, বাকি অংশীদারের যদি অংশগ্রহণ করতে চায় তাহলে তাদের ২৬.৬৩ শতাংশ শেয়রাও কিনতে প্রস্তুত মুকেশ আম্বানির সংস্থা। তবে এই সকল লেনদেনের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন নিয়ন্ত্রকের অনুমতি বাধ্যতামূলক। ৮ মিলিয়ান মার্কিন ডলারে নিউইয়র্কের এই বিখ্যাত পাঁচতারা হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টালের কন্ট্রোলিং স্টেক আসতে চলেছে রিল্যায়েন্সের হাতে। নতুন বছরের শুরুতেই মুকেশ আম্বানির সংস্থার মার্কিন মুলুকে বাজিমাতে খুশির হাওয়া ইন্ডাস্ট্রির অন্দরমহলে। বলাই বাহুল্য, চলতি আর্থিক বছরে অর্থাৎ ২০২২ সালের মার্চের মধ্যেই এই হোটেল চলে আসবে রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজের হাতে। 

Latest Videos

আরও পড়ুন-Reliance Investment-অনলাইন ডেলিভারি সংস্থা ডুনজোতে ২০০ মার্কিন ডলার বিনিয়োগ রিল্যায়েন্স রিটেলের

আরও পড়ুন-রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরাট সাফল্য, মার্কিন ডলারে বন্ড ইস্যু করে মোটা টাকা অর্জন সংস্থার

আরও পড়ুন-Jio-Whatsapp Deal-জিও-র সঙ্গে বাণিজ্যিক গাঁটছড়া বাঁধার পরিকল্পনা মেটার,সুসম্পন্ন প্রাথমিক পর্বের আলোচনা

মুকেশ আম্বানির সংস্থা রিল্য়ায়েন্সের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন মুলুক নিউইয়র্কের পাঁচতারা হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টালের  বেশ কয়েকটি দুর্দান্ত অ্যাওয়ার্ড জিতেছে। এবার মুকেশ আম্বানির তত্বাবদানে চলে এলে এখানের হসপিটালিটি ক্ষেত্রটির দিকেও বিশেষভাবে নজর দেবে। ব্যবসায়িক ক্ষেত্রে মার্কিন মুলুকে রিল্য়ায়েন্সের জয়জয়কার এই প্রথম নয়, এর আগেও ওবেরয় হোটেলস, ব্রিটেনের স্টোক পার্ক লিমিটেড , মুম্বইয়ে ডেভলপিং কনভেনশন সেন্টার সহ কয়েকটি জায়গায় বিনিয়োগ করেছে রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ। এবার নিউইয়র্কের আরেকটি পাঁচতারা হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টালের রাশ নিজের হাতে টানতে তৈরি রিলায়েন্স। 
 
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed