যুদ্ধ আবহে রাশিয়ান ভোদকাকে বয়কটের সিদ্ধান্ত, মনভার মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডার সুরাপ্রেমীদের

ইউক্রেনের বিরুদ্ধে রুশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযানের কথা ঘোষণার পর  রাশিয়াকে একপ্রকার বয়কট করল মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডার মত দেশগুলো। রাশিয়ায় তৈরি কোনও ধরনের ব্র্যান্ডেড স্পিরিট আর মার্কিন মুলুক বা কানাডাতে বিক্রি হবে না। যুদ্ধ আবহে কানাডিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা রাশিয়ান ভোদকার মত সুরাপ্রেম থেকে বঞ্চিত হবেন তা বলাই বাহুল্য। 

ইউক্রেনের বিরুদ্ধে রুশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সামরিক অভিযানের (Military Operation) কথা ঘোষণার পরই গোটা বিশ্বের অনেক চিত্রই বদলে গিয়েছে। হঠাৎ করে যেমন ধস নেমেছিল শেয়ার বাজারে, তেমনই একলাফে হাজারের বেশী দাম বেড়ে গিয়েছিল সোনার। এছাড়াও যুদ্ধকালীন পরিস্থিতিতে (Russia-Ukraine war) ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের ফেরাতে সাহায্যের হাত বাড়িয়েছে মোদী সরকার। চারিদকে যখন পরিস্থিতি একেবারে উত্তাল হয়ে উঠেছে তখন রাশিয়াকে একপ্রকার বয়কট (Russian Vodka Boycott) করল মার্কিন যুক্তরাষ্ট্র (USA), কানাডার (Canada)মত দেশগুলো। প্রসঙ্গত, রাশিয়ার ভোদকাকে (Vodka) ব্যান করে দিল এই দেশ গুলো। রাশিয়ায় তৈরি কোনও ধরনের ব্র্যান্ডেড স্পিরিট (Russian Liquor) আর মার্কিন মুলুক (USA) বা কানাডাতে (Canada) বিক্রি হবে না। যুদ্ধ আবহে কানাডিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সুরাপ্রেমীরা (Wine Lover) রাশিয়ান ভোদকার মত সুরাপ্রেম থেকে বঞ্চিত হবেন তা বলাই বাহুল্য। 

প্রসঙ্গত, ইউক্রেনে সামরিক অভিযানের প্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আমেরিকা। এ বার সেই নিষেধাজ্ঞার তালিকায় নবতম সংযোজন রাশিয়ান ভদকা। রবিবার দুই দেশই রাশিয়ান মদ বিক্রি নিষিদ্ধ করল। এখানকার কোনও মদের দোকান ও বারে আর মিলবে না সুরাপ্রেমীদের মধ্যে জনপ্রিয় এই পানীয়। শনিবার আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু জানিয়ে দেন, রাশিয়ান ভোদকা বা মদ কোনটাই আর সেখানের কোনও আউটলেটে পাওয়া যাবে না। এই একই সুরে সুর মিলিয়েছেন কানাডার গভর্নর ওহায়ো-ও। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আবহ পরিস্থিতিতে কানাডার কোনও স্টোরে পাওয়া যাবে না রাশিয়ান মদ ও অন্যান্য প্রোডাক্ট। 

Latest Videos

সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ম্যানিটোবা, নিউ ফাউন্ডল্যান্ডের মদের দোকান থেকে ইতিমধ্যেই রাশিয়ান মদের বোতল সরিয়ে পেলা হয়েছে। একই পথ অনুসরণ করেছে কানাডাও। অন্টারিও-র ৬৭৯টি মদের দোকান থেকে রাশিয়ান ভোদকার বোতল সরিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, NLC লিক্যুয়ার স্টোরের তরফে ট্যুইটে জানান হয়েছে বিষয়টি। প্রসঙ্গত, স্টেটিসটিক কানাডার তথ্য অনুযায়ী, ২০২১ সালে কানাডা রাশিয়ার থেকে ৩.৭৮ মিলিয়ন ডলারের মদ কিনেছিল। বলা বাহুল্য, হুইস্কির পর রাশিয়ান ভোদকাই ছিল কানাডিয়ানদের সেকেন্ড চয়েস। তবে আগামী দিনে যদি কখনও পরিস্থিতি ঠিক হয় তখন হয়তো ফের রাশিয়ান ভোদকার স্বাদ নতুন করে আস্বাদান করার সুযোগ পাবে এই দুই দেশের সুরাপ্রেমীরা। 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today