স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ব্যাঙ্কের টুইটার অ্যাকাউন্টে জানান হয়েছে, এবার থেকে ওটিপি (OTP) ব্যাবহার করে টাকা তোলার নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে। উল্লেখ্য, এটিএম থেকে ১০ হাজার টাকার বেশী তুলতে গেলে এই নতুন পদ্ধতি অর্থাৎ ওটিপি ব্যবহার করতে হবে। টুইটারি পরামর্শে ব্যাঙ্কের তরফে বলা হয়েছে ওটিপি কেন্দ্রিক টাকা তোলার পদ্ধতি প্রতারকদের বিরুদ্ধে অন্যতম কড়া পদক্ষেপ।
নতুন বছরে দেশের সবচেয়ে বড় লেনদেনকারী সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India) ঝুলিতে রয়েছে একগুচ্ছ সুখবর। এই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য একদিকে যেমন সম্পূর্ণ ডিজিটাল ব্যাঙ্কিং-এর সুবিধার জন্য নিয়ে আসছে ওনলি ইয়োনো তেমনই আবার গ্রাহকদের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে সম্পূর্ণ সুরক্ষা বজায় রাখার জন্য নিয়ে এসেছে নয়া নিয়ম। আরও ভালো করে বললে এটিএম (ATM) থেকে টাকা তোলার ক্ষেত্রে পুরনো নিয়মে রদবদল ঘটানো হয়েছে। এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে, আপনি যদি ঘরে বেশি নগদ না রাখতে না চান, শুধুমাত্র প্রয়োজনের সময়ই এটিএম থেকে টাকা তোলার (Cash Withdrawl From SBI ATM) পক্ষপাতী হন তাহলে স্টেট ব্যাঙ্কের নতুন নিয়ম সম্পর্কে আপনার অবশ্যই অবগত হওয়া প্রয়োজন। না হলে টাকা তুলতে সমস্যায় পড়তে পারেন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ব্যাঙ্কের টুইটার অ্যাকাউন্টে জানান হয়েছে, এবার থেকে ওটিপি (OTP) ব্যাবহার করে টাকা তোলার নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে। উল্লেখ্য, এটিএম থেকে ১০ হাজার টাকার বেশী তুলতে গেলে এই নতুন পদ্ধতি অর্থাৎ ওটিপি ব্যবহার করতে হবে। টুইটারি পরামর্শে ব্যাঙ্কের তরফে বলা হয়েছে ওটিপি কেন্দ্রিক টাকা তোলার পদ্ধতি প্রতারকদের বিরুদ্ধে অন্যতম কড়া পদক্ষেপ। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটি রেজিস্টার করা রয়েছে সেটিতেই ওটিপি আসবে। তারপরই টাকা তোলা সম্ভব। মনে রাখবেন, আপনি যদি ১০ হাজার টাকার কম তোলেন তাহলে কোনও ওটিপি-র প্রয়োজন হবে না।
এক নজরে দেখে নিন, স্টেট ব্যাঙ্কের থেকে ১০ হাজারের বেশী টাকা তুলতে ওটিপি কীভাবে কার্যকরী হবে। আপনি যখনই এসবিআই-য়ের এটিএম থেকে টাকা তুলতে যাবেন তখনই ওটিপি-র প্রয়োজন হবে। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি। যখন এটিএমে টাকার অঙ্কটা এন্টার করবেন তখনই এটিএম স্ক্রিনে ওটিপি দেওয়ার জায়গা চলে আসবে। ,নির্দিষ্ট জায়গায় এবার সেই ওটিপি বসাতে হবে। তারপরই আপনি আপনার টাকা হাতে পেয়ে যাবেন। ওটিপি-র মাধ্যমে মোটা অঙ্কের টাকা তোলার এই নিয়মে জালিয়াতির প্রবণতা কিছুটা কম হয়।