Bank Strike : ফের ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘট, ব্যাহত হতে পারে পরিষেবা, আগাম জানিয়ে দিল SBI

বছর শেষ হওয়ার আগেই ফের ধর্মঘটের ডাক। আবারও বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা । চলতি সপ্তাহেই  ফের ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘটের ফলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হতে পারে বলে আগে থেকেই জানানো হয়েছে। এসবিআই-এর পক্ষ থেকে জানা গেছে, চলতি মাসের আগামী ১৬ ও ১৭ই ডিসেম্বর দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন । 

বছর শেষ হওয়ার আগেই ফের ধর্মঘটের ডাক। আবারও বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা (Banking)  । ডিসেম্বর মাসে বেশ কয়েকটি ছুটি -ধর্মঘট সব মিলিয়েই ব্যাহত হতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা। যার ফলে অসুবিধায় পড়তে পারেন গ্রাহকরা ।  চলতি সপ্তাহেই  ফের ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘটের ফলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (State Bank of India) ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হতে পারে বলে আগে থেকেই জানানো হয়েছে। 

 

Latest Videos

 

এসবিআই-এর (State Bank Of India)   পক্ষ থেকে জানা গেছে, চলতি মাসের আগামী ১৬ ও ১৭ই ডিসেম্বর দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (United Forum of Bank Unions) ।   স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রে আরও জানা গেছে, ১৬ ও ১৭ই ডিসেম্বর দুদিনের ব্যাঙ্ক ধর্মঘটে  AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF,INBOC সহ একাধিক সংগঠনের ডাকে দেশব্যপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যার ফলে খুব স্বাভাবিক ভাবেই ব্যাঙ্কের কাজকর্ম ব্যাহত হবে বলেই আগাম জানানো হয়েছে এসবিআই-এর (State Bank Of India)   তরফে।

 

 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া  (State Bank Of India)  জানিয়েছে, আমরা আমাদের  সমস্ত কর্মীদের পরামর্শ দিচ্ছি ব্যাঙ্ক ধর্মঘটের দিনেও আমাদের সমস্ত শাখা ও অফিসগুলিতে স্বাভাবিক ভাবে যেন কাজকর্ম চালিয়ে যেতে পারি। তবে ধর্মঘটের রেশও ভালভাবে পড়তে পারে। যার ফলে ব্যাঙ্কের কাজেও ব্যাঘাত ঘটতে পারে। শুধু তাই নয়,  (State Bank Of India)  এসবিআই-এর তরফে আরও জানানো হয়েছে,  যে ধর্মঘটের সময়ে যেন শাখাগুলিতে স্বাভাবিক কাজকর্ম করা যায়, তার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। সরকারি ব্যাঙ্কগুলি কেন্দ্রের ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদেই এই দু'দিন ব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। উল্লেখ্য, এর আগেও  ১১ ও ১২ তারিখ বন্ধ ছিল এসবিআই-এর  (State Bank Of India)  ব্যাঙ্কিং পরিষেবা। যদি সেটা কোনও ধর্মঘটের কারণে নয়, বরং  এসবিআই- ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল,  (State Bank Of India)  এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিং ( SBI internet banking) পরিষেবা উন্নত করতেই ২ দিন পরিষেবা বন্ধ করা হয়েছিল।  বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার উপরেই নির্ভরশীল হয়ে পড়ছে বেশিরভাগ মানুষ। কোটি কোটি ব্যাঙ্ক গ্রাহকদের কথা ভেবে সেই পরিষেবা আরও উন্নত করতেই ২ দিন পরিষেবা বন্ধ করেছিল এসবিআই। তবে এবার ২ দিন ব্যাপী ধর্মঘটের জেরে টাকা লেনদেনের সমস্যায় পড়ার আগে নিজের প্রয়োজনীয় কাজ ১৬ ও ১৭ তারিখ করার পরামর্শ দিয়েছে স্টেট ব্যাঙ্ক (State Bank Of India) কর্তৃপক্ষ।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

সনাতনীদের বিশাল মিছিল! Bangladesh-এ চিন্ময় প্রভুর মুক্তির দাবীতে Kolkata উত্তাল |Chinmoy Krishna Das
এটিএম লুঠের ছক ভেস্তে দিলো পুলিশ! ভীন রাজ্যের যোগ, চাঞ্চল্য New Barrackpore-এ | North 24 Parganas
Suvendu Adhikari : 'সোমবার বর্ডার-এ বুঝিয়ে দেবো ইউনূসকে' #shorts #suvenduadhikari #bangladeshcrisis
'এক চিন্ময় কারাগারে, লক্ষ চিন্ময় ঘরে ঘরে' Chinmoy Krishna Das-এর মুক্তির দাবীতে উত্তাল Kolkata
Suvendu Adhikari : বাংলাদেশের ইউনূসকে যা বলল শুভেন্দু! #shorts #suvenduadhikari #bangladeshcrisis