যুদ্ধবিধ্বস্থ পরিস্থিতির মাঝেই রাশিয়ান সংস্থার সঙ্গে লেনদেন বয়কট স্টেট ব্যাঙ্কের

রাশিয়া-ইউক্রেনের সংকটজনক পরিস্থিতির  ভয়াবহতা ক্রমশই বাড়ছে। রাশিয়াকে বয়কট করল  দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রাশিয়ান সংস্থাগুলির লেনদেন প্রসেসিং বন্ধ করছে স্টেট ব্যাঙ্ক।  যে সমস্ত রাশিয়ান সংস্থাগুলির উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে সেগুলির সঙ্গে আপাতত লেনদেন বন্ধ করে দিয়েছে দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
 

রাশিয়া ইউক্রেনের যুদ্ধকালীন পরিস্থিতি ক্রমশ প্রকট হচ্ছে। এক সপ্তাহের বেশী হয়ে গেল জারি রয়েছে এই যুদ্ধ । রাশিয়া-ইউক্রেনের সংকটজনক পরিস্থিতির  ভয়াভহতা ক্রমশই বাড়ছে। আকাশে-বাতাসে বারুদের গন্ধ আর প্রাণনাশের খবর।  ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন ভারতীয় পড়ুয়া। এই রকম পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানডার মত দেশগুলো রাশিয়ান ভোডকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সম্পূর্ণ ব্যান করে  দেওয়া হয়েছে রাশিয়ান মদ। একদিকে যখন রাশিয়ান মদের ওপর নিষেধাজ্ঞা জারি করল তখন অন্যদিকে রাশিয়াকে বয়কট করল  দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। রাশিয়ান সংস্থাগুলির (Russian Entities) লেনদেন প্রসেসিং বন্ধ করছে স্টেট ব্যাঙ্ক। সুত্রের খবর অনুযায়ী, যে সমস্ত রাশিয়ান সংস্থাগুলির উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে সেগুলির সঙ্গে আপাতত লেনদেন (Transaction) বন্ধ করে দিয়েছে দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার  (State Bank of India) তরফে ইতিমধ্যেই  সার্কুলেশন  জারি করা হয়েছে। রাশিয়ান সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞার প্রভাব স্টেট ব্যাঙ্কের ওপর পড়তে পারে, এমন আশঙ্কাতেই এই সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক। উল্লেখ্য, স্টেট ব্যআঙ্ক অফ ইন্ডিয়া মস্কোতে কর্মাশিয়াল ইন্দো ব্যাঙ্ক এলএলসি-নামে (Commercial Indo Bank Llc)একটি যৌথ উদ্যোগ চালায়। এই ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, যে ধরনের কারেন্সিতেই লেনদেন করা হোক না কেন, ইউরোপীয় ইউনিয়ন বা রাষ্ট্রসংঘের চাপানো নিষেধাজ্ঞার তালিকায় থাকা সংস্থাগুলির কোনও লেনদেনকে প্রসেসিং করা হবে না। উল্লেখ্য, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে কানাডা ব্যাঙ্কের একটা অংশীদারিত্ব রয়েছে। সেখানে কানাডা ব্যাঙ্কের ৪০ শতাংশ শেয়ার রয়েছে। তবে দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিষয় কোনও মন্তব্য করেনি। 

Latest Videos

প্রসঙ্গত, ভারত যে সমস্ত দেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনে থাকে তার মধ্যে অন্যতম হল রাশিয়া। বেশিরভাগ ক্ষেত্রেই দুই দেশের সরকারের মধ্যে চুক্তি অনুসারে ব্যবসায়িক লেনদেন হয়ে থাকে। উল্লেখ্য, এই আর্থিক বর্ষে ইতিমধ্যেই ৯.৪ বিলিয়ন ডলার পৌঁছেছে ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য। ২০২০-২১ সালে সেই ডলারের পরিমান ছিল ৮.১ বিবিয়ন। রাশিয়া থেকে ভারতের প্রধান আমদানি করা দ্রব্যের মধ্যে রয়েছে জ্বালানি, খনিজ তেল, মুক্তো, মূল্যবান পাথর থেকে শুরু করে  পারমাণবিক চুল্লি, বয়লার, যন্ত্রপাতি এবং যান্ত্রিক সরঞ্জাম, বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং এবং সারের মত জিনস। একই রকমভাবে ভারত থেকে রাশিয়ায় রপ্তানি করা পণ্যের মধ্যে রয়েছে  জৈব রাসায়নিক,  বৈদ্যুতিক যন্ত্রপাতির মত কয়েকটি জিনিস। 

Share this article
click me!

Latest Videos

'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর