দিওয়ালিতে ই কমার্স প্ল্যাটফর্মে শুরু হচ্ছে ছাড়ের বৃষ্টি, দেখে নিন কোথায় কত শতাংশ Discount পাবেন

ইলেকট্রনিক্স, জামাকাপড়, জুতো, ঘরের সরঞ্জাম ও প্রয়োজনীয় সব জিনিসে রয়েছে অফার। এই অফারের কথা অনেক আগেই ঘোষণা করা হয়েছে ই কমার্স সংস্থাগুলোর পক্ষ থেকে। ডিসকাউন্ট ছাড়াও ই টেইলাররা বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড দিয়ে কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড়। রয়েছে ক্যাশব্যাকের অফার।

দীপাবলির আগে ই কমার্স প্ল্যাটফর্মে শুরু হচ্ছে ছাড়ের বৃষ্টি। অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা থেকে জিওমার্ট সর্বত্র মিলবে অফার। ইলেকট্রনিক্স, জামাকাপড়, জুতো, ঘরের সরঞ্জাম ও প্রয়োজনীয় সব জিনিসে রয়েছে অফার। এই অফারের কথা অনেক আগেই ঘোষণা করা হয়েছে ই কমার্স সংস্থাগুলোর পক্ষ থেকে। ডিসকাউন্ট ছাড়াও ই টেইলাররা বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড দিয়ে কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড়। রয়েছে ক্যাশব্যাকের অফার। আছে নো কস্ট ইএমআই-এর সুবিধা। এক ঝলকে দেখে নিন কোন কোন সাইটে রয়েছে কেমন অফার। 

ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল- ইলেকট্রনিক গ্যাজেট, পোশাক, জুতো, মেকআপ কিট থেকে রান্না ঘরের সরঞ্জাম সবেতে রয়েছে বিশেষ ছাড়। এমনকি, ফ্লাইট ও হোটেল বুকিং যদি করেন ফ্লিপকার্টের মারফত, তাবলে মিলবে অফার। বিশেষ অফার আছে রিয়েল মি, ওপো, রেডমি, ফাস্টট্রাক, অ্যালেন সোলে ও অন্যান্য ব্র্যান্ডের ওপর। 

Latest Videos

অ্যামাজন এক্সট্রাহ্যাপিনেস ডে সেল- অ্যামাজন-এ আপনি টিভি এবং বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজটে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। কুপন ও নো কস্ট ইএমআই-এর সুবিধা আছে বিস্তর। ৭ হাজার টাকা পর্যন্ত পাবেন এই সুবিধা। ই টেলার অনুসারে, অ্যাক্সেস ব্যাঙ্ক, সিটি ও আইসিআই ব্যাঙ্ক কার্ডগুলোতে ক্রেডিট, ডেবিড ও ইএমনআই-এ ১০ শতাংশ ইন্সট্যান্ট অফ পেয়ে যাবে। আইফোন ১৩ -সহ স্মার্টফোনগুলোতে রয়েছে বিশেষ ছাড়। ৭ থেকে ৬০ শতাংশ ছাড় পেতে পারেন। স্মার্টওয়াচ, হেডফোন, কম্পিউটার-সহ একাধিক ইলেক্ট্রনিক জিনিসে রয়েছে অফার। 

Jio Mart-এর বেস্টিভাল সেল- রিলায়েন্স রিটেলের Jio Mart ও SMART স্টোরগুলো ১৪ থেকে ২৪ অক্টোবার পর্যন্ত চলবে বেস্টিভাল সেল। এখানে রয়েছি একাধিক আকর্ষণীয় অফার। টিভি, স্মার্টওয়াচ, মোবাইল, কম্পিউটার, হোম অ্যাপ্লায়েন্স ও একাধিক জিনিসে আছে ৮০ শতাংশ ছাড়। অ্যাক্সেস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ও কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে ১০ শতাংশ ক্যাশব্যাক অফার। তেমনই পোশাক ও জুতোয় রয়েছে অফার। ডিনার সেটে আছে ৫০ শকাংশ পর্যন্ত অফ। ড্রাই ফ্রুটস, চকোলেট, স্ন্যাক্সে রয়েছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। 

মিন্ত্রা দিওয়ালি সেল- দিওয়ালিতে কম দামে জিনিস কিনতে পারবেন মিন্ত্রা থেকেও। জামাকাপড় ও অন্যান্য আইটেমগুলোতে ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। ১৮ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে এই সকল আকর্ষণীয় অফার।  



আরও পড়ুন- ধনতেরাসে লক্ষ্মীলাভ পেতে চাইলে এই ভুলগুলি এড়িয়ে চলুন,মা লক্ষ্মী রুষ্ট হলেই অর্থ সংকটে ভুগবেন

আরও পড়ুন- দিওয়ালির আগে বাম্পার ধামাকা, বুধেও সোনার দামে বড়সড় পতন, সস্তা হল রূপো

আরও পড়ুন- এই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করলেই কী কী সমস্যায় পড়তে পারেন জানেন, খোয়াতেও পারেন ২ লক্ষ টাকা

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের