আকাশছোঁয়া সোনা-রূপোর দাম সোমবার কোথায় ঠেকল, জেনে নিন ২২ ও ২৪ ক্যারেটের দর

একটানা লাগাতার উত্থানের পর অনেকটাই কমে গেল সোনার দাম।  বৈশাখ মাসে বিয়ের মরশুমে সোনার দাম কমায় হাসি ফুটেছে মধ্যবিত্তের।  বিয়ের মরশুমে সোনা কেনার হিড়িক এমনিতেই বেড়ে যায় বাঙালিদের মধ্যে। আর তার  মধ্যে সোনার দাম বাড়লে তা যেন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এবার বিয়ের মরশুমের আগেই অনেকটাই দাম কমল সোনার । বিয়ের মরশুমে লাগাতার দাম বাড়ছে সোনার। যা নিয়ে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। একটানা দাম বাড়ার পর সোমবার একধাক্কায় কমে গেল সোনার দাম।  কয়েকদিন ধরে যেভাবে সোনার দাম বাড়ছিল তাতে বেশ চিন্তা বাড়ছিল তবে আকাশছোঁয়া সোনার দাম আজ গতকালের তুলনায় কমেছে। সোনার পাশাপাশি রূপোর দামও অনেকটাই কম আছে। বিশেষজ্ঞরা মনে করছেন চল়তি মাসে আরও কমতে পারে সোনার দাম। বলতে গেলে সোনার দামে যেন আগুন  লেগেছে। 

Riya Das | Published : Apr 25, 2022 3:05 AM IST

একটানা লাগাতার উত্থানের পর অনেকটাই কমে গেল সোনার দাম।  বৈশাখ মাসে বিয়ের মরশুমে সোনার দাম কমায় হাসি ফুটেছে মধ্যবিত্তের।  বিয়ের মরশুমে সোনা কেনার হিড়িক এমনিতেই বেড়ে যায় বাঙালিদের মধ্যে। আর তার  মধ্যে সোনার দাম বাড়লে তা যেন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এবার বিয়ের মরশুমের আগেই অনেকটাই দাম কমল সোনার । বিয়ের মরশুমে লাগাতার দাম বাড়ছে সোনার। যা নিয়ে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। একটানা দাম বাড়ার পর সোমবার একধাক্কায় কমে গেল সোনার দাম।  কয়েকদিন ধরে যেভাবে সোনার দাম বাড়ছিল তাতে বেশ চিন্তা বাড়ছিল তবে আকাশছোঁয়া সোনার দাম আজ গতকালের তুলনায় কমেছে। সোনার পাশাপাশি রূপোর দামও অনেকটাই কম আছে। বিশেষজ্ঞরা মনে করছেন চল়তি মাসে আরও কমতে পারে সোনার দাম। বলতে গেলে সোনার দামে যেন আগুন  লেগেছে। 

বৈশাখ মাস পড়তেই সোনার দাম নিয়ে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। ফের  সোনার দাম নিয়ে নাজেহাল অবস্থা ব্যাবসায়ীদের। তবে শুধু সোনা নয়, সোনার সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েই চলেছে রূপোর। অক্ষয় তৃতীয়ার আগে  সোনার দামে বড় চমকে। শনিবার এমসিএক্স সূচকে সোনার ও রূপোর দাম  ক্রমশ বাড়ছে নয়তো কমছে। বিশেষজ্ঞদের মতে, মুদ্রাস্ফীতি, বিয়ের মরশুম এবং অক্ষয় তৃতীয়ার জেরে সোনার দাম রদবদল হবে। বাংলা পঞ্জিকা অনুযায়ী আগামী ১৯ বৈশাখ এবং ৩ মে অক্ষয় তৃতীয়া পড়েছে। এবং তার আগেই সোনার দাম বাড়া-কমা নিয়ে সকলেই যেন নাজেহাল। বিয়ের শেষ মুহূর্তে সোনা কেনার আগে সকলেরই চোখ রয়েছে সোনার বাজারে। তবে যেহারে সোনার দাম উর্ধ্বমুখী ছিল তাতে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই চিন্তায় পড়ে গেছিলেন। ইতিমধ্যেই ৫০ হাজারের গন্ডি পেরিয়েছে সোনার দাম। কলকাতাতেও সোনার দাম আকাশছোঁয়া। দিন কয়েকের মধ্যেই যে হু হু করে বেড়ে গেল সোনার দাম। পাশাপাশি পাল্লা দিয়ে দাম বাড়ছে রূপোর দর। সোনার দাম প্রতিদিনই যেন একটু একটু করে বাড়ছে। ২২ ক্যারেট সোনার দাম ফের ৫০ হাজার ছুঁতে চলেছে। অন্যদিকে ভারতীয় বাজারে  ৫৫ হাজার টাকার ছুঁই ছুঁই ১০ গ্রাম পাকা সোনার দাম। রূপোর দরও বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার টাকার বেশি।  যা ইতিমধ্যেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আমজনতার। গতকালও অনেকটাই দাম বেড়েছিল সোনার। আজ কোথায় ঠেকল সোনা, তা জানতেই মুখিয়ে রয়েছেন আমজনতা। আজকের সোনার দাম গতকালের তুলনায় কম আছে। সোমবার ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

Latest Videos

বৈশাখের শুরুতেই যেহারে সোনার দাম বাড়ছে তাতে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। শুরু হয়ে গেছে বিয়ের মরশুম। তবে যে হারে সোনার দাম  বাড়ছে তা নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। একদিন বাড়ছে তো অন্যদিন কমছে। আর বিয়ের মরশুমে সোনার দাম বাড়লেই চিন্তা বাড়তে থাকে মধ্যবিত্তের। বিয়ের মরশুমে সোনার দামে যেন আগুন লেগেছে। প্রতিদিন একটু একটু করে সোনার দাম বাড়ছে। তার উপর আবার বিয়ের মরশুম শুরু হয়ে গেছে। আর সোনার দামও আকাশছোঁয়া।  ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,৯৯০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৩,৪৪০ টাকা। তবে পাকা সোনার দাম ৫১ হাজার ছাড়িয়ে গেছে। কলকাতার বাজারে ১ কেজি রূপোর   আজকের দাম ৬৬,৭০০ টাকা। বিয়ের মরশুমের আগে থেকেই  লাগাতার দাম বাড়ায় পকেটে কোপ পড়েছে  মধ্যবিত্তের। এক মাসে উচ্চতম স্তরে পৌঁছে গিয়েছে সোনার দাম। সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বাঁকুড়ার তালডাংরায় নির্বাচনী প্রচারে তৃণমূলকে ঝাঁজাল আক্রমণ সুকান্তর, দেখুন কী বললেন | Sukanta M
Live: তালডাংরায় নির্বাচনী প্রচারে এসে হুঙ্কার সুকান্ত মজুমদারের, দেখুন সরাসরি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো
গেদে সিমান্তে বন্ধ ভিসা! বাংলাদেশ অশান্তিতে বিপাকে ব্যবসায়ীরা! | Nadia News Today
সোমবার থেকে অচল জলপথ! ভেসেল ধর্মঘটে নিত্যযাত্রীদের চরম ভগান্তি! | South 24 Parganas News Today