অক্ষয় তৃতীয়ার আগে অনেকটা দাম কমল সোনা-রূপোর, জেনে নিন কলকাতার দর

আগামী ১৯ বৈশাখ এবং ৩ মে অক্ষয় তৃতীয়া পড়েছে। এই অনুষ্ঠানের দিনগুলোতে সোনা কেনার হিড়িক এমনিতেই বেড়ে যায় বাঙালিদের মধ্যে। তার মধ্যে আবার বৈশাখ মাস পড়ে গিয়েছে। বিয়ের মরশুমে সোনার দাম বাড়া-কমা নিয়ে সকলেই যেন নাজেহাল। বিয়ের শেষ মুহূর্তে সোনা কেনার আগে সকলেরই চোখ রয়েছে সোনার বাজারে। বুধবার ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

আর মাত্র হাতে কয়েকদিন। বাংলা পঞ্জিকা অনুযায়ী আগামী ১৯ বৈশাখ এবং ৩ মে অক্ষয় তৃতীয়া পড়েছে। এই অনুষ্ঠানের দিনগুলোতে সোনা কেনার হিড়িক এমনিতেই বেড়ে যায় বাঙালিদের মধ্যে। তার মধ্যে আবার বৈশাখ মাস পড়ে গিয়েছে। বিয়ের মরশুমে সোনার দাম বাড়া-কমা নিয়ে সকলেই যেন নাজেহাল। বিয়ের শেষ মুহূর্তে সোনা কেনার আগে সকলেরই চোখ রয়েছে সোনার বাজারে। তবে যেহারে সোনার দাম উর্ধ্বমুখী ছিল তাতে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই চিন্তায় পড়ে গেছিলেন। ইতিমধ্যেই ৫০ হাজারের গন্ডি পেরিয়েছে সোনার দাম। কলকাতাতেও সোনার দাম আকাশছোঁয়া। দিন কয়েকের মধ্যেই একটু দাম কমেছে সোনার। পাশাপাশি রূপোর দরও অনেকটাই নীচে। 

মধ্যবিত্তের চিন্তা কমিয়ে ফের বড় চমক সোনার দামে। গতকালের তুলনায় আজও সোনার দাম কমল। রূপোর দামেও বড় চমক। একদিকে বিয়ের কেনাকাটা অন্যদিকে  লাগাতার দাম বেড়েই চলেছে সোনার, যা নিয়ে মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে। তবে একটানা লাগাতার উত্থানের পর অনেকটাই কমে গেল সোনার দাম।  বৈশাখ মাসে বিয়ের মরশুমে সোনার দাম কমায় হাসি ফুটেছে মধ্যবিত্তের।  বিয়ের মরশুমে সোনা কেনার হিড়িক এমনিতেই বেড়ে যায় বাঙালিদের মধ্যে। আর তার  মধ্যে সোনার দাম বাড়লে তা যেন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এবার বিয়ের মরশুমের আগেই অনেকটাই দাম কমল সোনার । বিয়ের মরশুমে লাগাতার দাম বাড়ছে সোনার। যা নিয়ে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। একটানা দাম বাড়ার পর বুধবার দাম কমেছে সোনার ।  কয়েকদিন ধরে যেভাবে সোনার দাম বাড়ছিল তাতে বেশ চিন্তা বাড়ছিল তবে আকাশছোঁয়া সোনার দাম আজ গতকালের তুলনায় কমেছে। সোনার পাশাপাশি রূপোর দামও অনেকটাই কম আছে। বিশেষজ্ঞরা মনে করছেন চল়তি মাসে আরও কমতে পারে সোনার দাম। 

Latest Videos

 

 

২২ ক্যারেট সোনার দাম ফের ৫০ হাজার ছুঁতে চলেছে। অন্যদিকে ভারতীয় বাজারে  ৫৫ হাজার টাকার ছুঁই ছুঁই ১০ গ্রাম পাকা সোনার দাম।  বৈশাখ মাস পড়তেই সোনার দাম নিয়ে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। ফের  সোনার দাম নিয়ে নাজেহাল অবস্থা ব্যাবসায়ীদের। এমসিএক্স সূচকে সোনার ও রূপোর দাম  ক্রমশ বাড়ছে নয়তো কমছে। বিশেষজ্ঞদের মতে, মুদ্রাস্ফীতি, বিয়ের মরশুম এবং অক্ষয় তৃতীয়ার জেরে সোনার দাম রদবদল হবে। যা ইতিমধ্যেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আমজনতার।  তবে শুধু সোনা নয়, সোনার সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েই চলেছে রূপোর। অক্ষয় তৃতীয়ার আগে  সোনার দামে বড় চমক। আজ কোথায় ঠেকল সোনা, তা জানতেই মুখিয়ে রয়েছেন আমজনতা। আজকের সোনার দাম গতকালের তুলনায় একই রয়েছে। বুধবার ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

যে হারে সোনার দাম  বাড়ছে তা নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। একদিন বাড়ছে তো অন্যদিন কমছে। আর বিয়ের মরশুমে সোনার দাম বাড়লেই চিন্তা বাড়তে থাকে মধ্যবিত্তের। বিয়ের মরশুমে সোনার দামে যেন আগুন লেগেছে। প্রতিদিন একটু একটু করে সোনার দাম বাড়ছে। তার উপর আবার বিয়ের মরশুম শুরু হয়ে গেছে। আর সোনার দামও আকাশছোঁয়া।  ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,৪৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫২,৮৬০ টাকা। তবে পাকা সোনার দাম ৫১ হাজার ছাড়িয়ে গেছে। কলকাতার বাজারে ১ কেজি রূপোর   আজকের দাম ৬৫,৪৫০ টাকা। বিয়ের মরশুমের আগে থেকেই  লাগাতার দাম বাড়ায় পকেটে কোপ পড়েছে  মধ্যবিত্তের। এক মাসে উচ্চতম স্তরে পৌঁছে গিয়েছে সোনার দাম। সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari