করোনাকালে আয়করের ওপর ফোকাস করতে পারে কেন্দ্রীয় বাজেট, মতপ্রকাশ বিশেষজ্ঞ মহলের

বিজেপির তরফেও আয়কর আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবি তোলা হয়েছে। বাড়ি ভাড়া এবং চিকিৎসা বিমার প্রিমিয়ামও নতুন আয়কর ব্যবস্থার আওতায় আসতে পারে বলে মনে করা হচ্ছে।

আগামী ১ ফেব্রুয়ারি সংসদে পেশ করা কেন্দ্রীয় বাজেট (Union Budget FY 2022-23) ।  বিভিন্ন মহল অনেক আশা আকাঙ্খা নিয়ে ২০২২-২৩ অর্থ বর্ষের আসন্ন ইউনিয়ন বাজেটের দিকে তাকিয়ে রয়েছে। বিভিন্ন সেক্টর তাদের দাবি দাওয়া নিয়ে ইতিমধ্যে অর্থমন্ত্রের কাছে চিঠিও দিয়েছে। কেন্দ্রীয় বাজেটে (Union Budget) অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচনার নিরিখে উঠে আসবে সেটি হল ইনকাম ট্যাক্স বা আয়কর (Income Tax)। আসন্ন বাজেটে কেন্দ্র আয়কর (Income Tax) সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। বিজেপির তরফেও আয়কর আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবি তোলা হয়েছে। বাড়ি ভাড়া (House Rent) এবং চিকিৎসা বিমার প্রিমিয়ামও (Mediclaim) নতুন আয়কর ব্যবস্থার আওতায় আসতে পারে বলে মনে করা হচ্ছে।  করোনা সংক্রমণের জেরে চিকিৎসাক্ষেত্রে খরচ যেহেতু বেড়েই চলেছে, সেই কারণে স্ট্যান্ডার্ড ডিডাকশন, যা এককালীন বেতন থেকে কাটা হয় সেটি ৫০ হাজার থেকে বাড়িয়ে বার্ষিক ১ লক্ষ টাকা করে দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে। আয়করের ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয় তার পরিমান আরও বেশ খানিকটা বাড়বে বলেই আশাবাদী করদাতারা। প্রাক করোনা মুহুর্তে সর্বোচ্চ ২.৫ লাখ টাকা আয়ের ক্ষেত্রে করে ছাড় (Tax Deduction)পাওয়া যেত। কিন্তু অতিমারি করোনা পরিস্থিতিতে সেই টাকার পরিমান বাড়িয়ে ৫ লাখ টাকা পর্যন্ত করার আবেদন করা হয়েছে। আয়করদাতাদের একাংশের ইচ্ছে, সর্বোচ্চ আয়কর সীমা ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ পর্যন্ত করা হোক। একইসঙ্গে সর্বোচ্চ করের হার ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করার অনুরোধও করেছেন অনেক করদাতা।

উল্লেখ্য, বিভিন্ন রাজ্যের বিজেপি-র প্রতিনিধিদের সঙ্গে একটি প্রাক-বাজেট বৈঠক সেরে ফেলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানে পদ্মফুল শিবিরের সঙ্গে যুক্ত শিল্পপতি, ব্যবসায়ী থেকে শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, শিক্ষক, উপজাতি ও অনগ্রসর শ্রেণীর প্রতিনিধিরা অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে কয়েকটি দাবি রাখা হয়েছে। সেগুলি হল---

Latest Videos

আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হোক।
মেডিক্লেম কভারেজের জন্য কর্মীর বেতন থেকে টাকা কাটার হার কমানো হোক।
আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হোক। 
কর কাঠামো আরও সরলীকরণ করা হোক।

আরও পড়ুন-করোনাকালে মন্দা গাড়ি বাজার, ইউনিয়ান বাজেটে গাড়ি ও যন্ত্রাংশের ওপর জিএসটি ১৮ শতাংশ করার আবেদন FADA-এর

আরও পড়ুন-ইউনিয়ন বাজেটে আশার আলো দেখছে শেয়ার মার্কেট, স্টক মার্কেটে করের ওপর সম্পূর্ণ ছাড়ের প্রস্তাব বিশেষজ্ঞ মহলের

আরও পড়ুন-কেন্দ্রের আসন্ন ইউনিয়ন বাজেটে মহিলাদের প্রত্যাশার তালিকা কিন্তু বেশ লম্বা, দেখে নিন এক নজরে

আপাতত কোনও সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। বিজেপির মোর্চা সভাপতিরাও বাজেট নিয়ে নিজেদের বক্তব্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে জানান। বাজেট সম্পর্কিত দাবিদাওয়া নিয়ে প্রায় ২০ টি লিখিত অনুরোধপত্র জমা পড়েছে। সংবাদসংস্থা এএনআই সুত্র থেকে জানা যাচ্ছে, সকল অনুরোধপত্রের সংকলন করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের হাতে তুলে দেওয়া হবে।

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল