ব্যাঙ্কের পাসবুক থেকেই আপডেট করা যাবে আধার কার্ড, জানুন কীভাবে

  • ফের আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল ইউআইডিএআই।
  •  ব্যাঙ্ক পাসবুকের মাধ্যমেই এবার আধার কার্ডের ঠিকানা বদল করতে পারবেন
  •  পাসবুকে আপনার ছবি, ব্যাঙ্কের স্ট্যাম্প ও আধিকারিকের স্বাক্ষর বাধ্যতামূলক
  • পাসবুক ছাড়া ৪৪ টি অন্য ডকুমেন্টের মাধ্যমেও আধারের ঠিকানা আপডেট করতে পারবেন

Riya Das | Published : Sep 4, 2020 8:23 AM IST

 ফের আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল ইউআইডিএআই৷ আধার কার্ডের কোনও তথ্য আপডেট করার জন্য ব্যবহারকারীদের বৈধ ডকুমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক ৷ এমনকী আধার কার্ডের ঠিকানা বদল করার জন্য ইউআইডিএআই ৪৪ ধরনের ডকুমেন্টকে বৈধ বলে মেনে নেয় ৷ এই ৪৪টি ডকুমেন্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য হল ব্যাঙ্কের পাসবুক ৷ এবার থেকে  আপনি যদি আপনার আধার কার্ডের  ঠিকানা বদল করতে চান তাহলে আর কোনও সমস্যায় আপনাকে পড়তে হবে না।  ব্যাঙ্ক পাসবুকের মাধ্যমেই এবার আধার কার্ডের ঠিকানা বদল করতে পারবেন ৷ জেনে নিন কীভাবে করবেন।

আরও পড়ুন-দেশের মধ্যে প্রথমবার গ্রিন লোন চালু করল এসবিআই, মিলবে আকর্ষণীয় ছাড়...


ব্যাঙ্ক পাসবুকে আপনার ছবি এবং ব্যাঙ্ক আধিকারিকের স্বাক্ষর থাকলেই আধার কার্ড আপডেট করা সম্ভব হবে। ইউআইডিএআই পক্ষ থেকে টুইটে জানানো হয়েছে, 'ব্যাঙ্কের পাসবুকের মাধ্যমে আধার কার্ডে ঠিকানা বদল করতে  গেলে পাসবুকে আপনার ছবি, ব্যাঙ্কের স্ট্যাম্প ও আধিকারিকের স্বাক্ষর রয়েছে কিনা তা দেখে নিন। এই তিনটে জিনিস ছাড়া ব্যাঙ্কের পাসবুক বৈধ বলে গণ্য করা হবে না ৷ ব্যাঙ্কের পাসবুক ছাড়া ৪৪ টি অন্য ডকুমেন্টের মাধ্যমেও আধারের ঠিকানা আপডেট করতে পারবেন ৷'

 

 

তবে শুধু ব্যাঙ্কের পাসবুকই নয়, আর কোন কোন ডকুমেন্টের মাধ্যমে ঠিকানা আপডেট করতে পারবেন।  পাসপোর্ট, ভাড়ার এগ্রিমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, টেলিফোন বিল, ইলেক্ট্রিসিটি বিল, জলের বিল, ভোটার আইডি কার্ড দিয়ে আধার কার্ড আপডেট করতে পারবেন ৷  ইউআইডিএআই-এর ওয়েবসাইটে ৪৪ টি ডকুমেন্ট সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে ৷

Share this article
click me!