Vegetable Market-অগ্নিমূল্য সবজি বাজার, একলাফে দ্বিগুণ দাম বাড়ল ওলকপির, সেঞ্চুরির ঘরে পটল

৩০ টাকা কেজি দরের ওলকপি এখন প্রতি কেজি ৬০ টাকা।  ১০০-র গণ্ডি পাড় করেছে মধ্যবিত্তের নিত্যদিনের সবজির তালিকায় থাকা পটল।

শীতের মরশুম মানেই একটু জমিয়ে খাওয়া দাওয়া। কিন্তু সবজি বাজার যখন অগ্নিমূল্য(High Price Of Veg market) তখন কী আর সেটা সম্ভপর হয়ে ওঠে...প্রতিনিয়তই বেড়ে চলেছে সবজির দাম (Veg Market)। বাজারে গিয়ে সবজি কিনতে রীতিমতো অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা। সবজিতে হাত লাগানোই যেন দায়। কিছুদিন আগে পর্যন্তও সেঞ্চুরির ঘরে দর হাঁকাচ্ছিল টমেটো। এখন টমেটোর দাম একটু কমলেও ১০০-র গণ্ডি পাড় করেছে মধ্যবিত্তের নিত্যদিনের সবজির তালিকায় থাকা পটল। তাই স্বাভাবিকভাবেই সবজি বাজারে গিয়ে মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের। সবজির অগ্নিমূল্য বাজারে চড়চড়িয়ে দাম বাড়ল (Veg Market Price High) ওলকপিরও। হঠাৎ করেই দ্বিগুণ দাম বেড়ে গেছে এই সবজিরও। আগে যেখানে ৩০ টাকা কেজি দরে পাওয়া যেত ওলকপি সেখানে এখন ৬০ টাকা কেজি দরে বাজারে বিকোচ্ছে এই সবজি। তবে শীতকালীন সবজির তালিকায় থাকা অন্যতম জনপ্রিয় দুটি সবজি ফুলকপি আর বাঁধাকপির দামে কিছুটা স্বস্তি পাচ্ছে সাধারণ ক্রেতা। 

আরও একটি শীতকালীন ফসলের দামে মুখে হাসি ফুটল মধ্যবিত্তের। শীতের মরশুমে খাবারের পাতে পিয়ালকলির সবজি অনেকেই পছন্দ করেন। কিন্তু শীত পড়ার প্রথমদিকে ১২০ টাকা কেজি দরে বিকিয়েছে পিয়াজকলি। তবে এখন সেই দাম কমে এখন হয়েছে ৫০ টাকা প্রতি কেজি। একটা কথা অবশ্যই মনে রাখবেন, সবজি বাজারের দাম কিন্তু নির্ভর করে পাইকারি বাজার দরের ওপর। আর পাইকারি বাজার দরের ওঠা নামার প্রভাব পরোক্ষভাবে এসে পড়ে সাধারণের পকেটে। আসুন তাহলে একবার পাইকারি বাজার দরের ওপর নজর দেওয়া যাক। 

Latest Videos

আরও পড়ুন-Veg Market Price-সোমবারে অগ্মিমূল্য সবজি বাজার,টমেটোর দোসর পটল,কিছুটা সস্তা মাংস

আরও পড়ুন-Retail Inflation Rises-সরকারের তরফে প্রকাশিত তথ্য,নভেম্বরে বৃদ্ধি পেয়েছে খুচরো বাজারের মুদ্রাস্ফিতির হার

আরও পড়ুন-Tomato Price Decrease-টমেটোর দামে স্বস্তি সাধারণ মানুষের,সেঞ্চুরির ঘরে পিয়াজকলি

বেগুন - ২৫ টাকা থেকে ৩০ টাকা প্রতি কেজি
টমেটো - ৩০ থেকে ৪০ টাকা প্রতি কেজি
কুমড়ো - ১৫ থেকে ১৮ টাকা প্রতি কেজি
পালং আঁটি - ৫ টাকা
ফুলকপি - ৭ থেকে ১৫ টাকা প্রতি পিস
বাঁধাকপি - ১৫ থেকে ২০ টাকা প্রতি পিস
কাঁচা লঙ্কা - ৩৫ টাকা থেকে ৪৫ টাকা কেজি

রবিবারের এই পাইকারি বাজার দরের ওপর নির্ভর করছে সোমবারের সবজি বাজার দর

ওলকপি - ৬০ টাকা প্রতি কেজি
টমেটো - ৫০ টাকা থেকে ৬০ টাকা প্রতি কেজি
পালং শাক - ১০ থেকে ১৫ টাকা আঁটি
কুমড়ো - ৩০ টাকা প্রতি কেজি
ফুলকপি - ২০ টাকা প্রতি কেজি
পটল - ১০০ টাকা প্রতি কেজি

বিকেলে অফিস ফেরত যদি বাজারে ঢোকার প্ল্যানিং থাকে তাহলে একবার সবজির দরে অবশ্যই চোখ বুলিয়ে নিন। 

Share this article
click me!

Latest Videos

BGB'র বাধা! কাঁটাতারের বেড়া দিল গ্রামবাসীরা, রক্ষা করল BSF | India Bangladesh Border | #shorts |
গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ | Nabadwip News Today
Kho Kho World Cup 2025: দেশের বুকে এবার খো খো বিশ্বকাপ, ভারতীয় দলকে কারা নেতৃত্ব দেবেন?
‘Bangladesh পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে!’ বিস্ফোরক মন্তব্য Sovondeb Chatterjee-এর
বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, BGB'র বাধা! রক্ষা করতে এল BSF | Mekhliganj