আধার কার্ড থেকে রেশন কার্ড সবকিছুই এখন স্মার্ট। বর্তমানে বৈধ পরিচয়পত্র হিসেবেও আধার কার্ড ব্যবহার করা হয়। বর্তমানে সমস্ত জায়গায় প্রামাণ্য দলিল হিসেবে এই আধার কার্ড ব্যবহার করা হয়। প্রতিটা ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড। ফের আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এবার ঘরে বসেই আপডেট করে নিতে পারবেন আধার কার্ড। শুধু তাই নয় কোনও ডকুমেন্টস ছাড়াই আপডেট করতে পারবেন আপনার প্রয়োজনীয় আধার কার্ডটি।
আরও পড়ুন-ফোন কিংবা ম্যাসেজ পাঠালেই বাড়ি বসে মিলবে টাকা, আকর্ষণীয় সুযোগ স্টেট ব্যাঙ্কের...
দেশের সমস্ত নাগরিকের জন্য আধার কার্ড নিয়ে বড় ঘোষণা। অনেক সময়ই দেখা গিয়েছে আধার কার্ডে আপনার দেওয়া ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ ভুল এসেছে। এবার থেকে চিন্তার আর কোনও কারণ নেই। একনিমেষেই আপডেট করে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় আধার। ডকুমেন্টস ছাড়াই কী কী তথ্য আপডেট করতে পারবেন আধার কার্ডে, জেনে নিন বিস্তারিত ৷
এবার থেকে আধার কার্ডে আপনার নিজের ফটোগ্রাফ, লিঙ্গ, বায়োমেট্রিক, মোবাইল নম্বর, ই-মেল আইডি আপডেট করার জন্য কোনও রকমের ডকুমেন্টই আর লাগবে না । তবে এগুলি আপডেট করার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং আধারের কপি নিয়ে নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে। এবং সেখানে গেলেই আপনি যা যা আপডেট করতে চান সেটিও করে দেওয়া হবে। আধারের অফিশিয়াল সাইট ইউআইডিএআই-এর পক্ষ থেকে সম্প্রতি ট্যুইটের মাধ্যমে এই বিষয়ে জানানো হয়েছে৷