Aadhar Link Must-জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক, জেনে নিন লিঙ্কের পদ্ধতি

দেরি না করে জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে ফেলুন। না হলে অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন। জেনে নিন আধার লিঙ্কের পদ্ধতি

মোদি সরকারের আগমনের পর বিভিন্ন জরুরি ডকুমেন্টের সঙ্গে আধার লিঙ্ক করানো বাধ্যতামূলক করা হয়েছে। ফোনের সঙ্গে আধার লিঙ্ক থেকে শুরু করে রেশন কার্ড সবকিছুতেই আধার লিঙ্ক অত্যাবশ্যক। এবার সেই তালিকার নয়া সংযোজন জনধন অ্যাকাউন্ট(JanDhan Bank Account)।  এই অ্যাকাউন্টের সঙ্গেও এবার আধার লিঙ্ক বাধ্যতামূলক করে দিল কেন্দ্রীয় সরকার।  যদি আপনার জনধন অ্যাকাউন্ট থাকে তাহলে আর দেরি না করে অবশ্যই জনধন অ্যাকাউন্টের(JanDhan Bank Account) সঙ্গে আধার লিঙ্কটা ( Adhar Link with Jhandhan Account)করিয়ে ফেলুন। যদি আধার লিঙ্ক না করান তাহলে বেশ কিছু পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন।  জনধন একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ৷ জনধন অ্যাকাউন্টে গ্রাহকদের ওভারড্রাফ্ট ও রুপে কার্ড-সহ একাধিক বিশেষ পরিষেবা দেওয়া হয়ে থাকে ৷ তবে আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে  বড় সমস্যায় ৷পড়তে হতে পারে। জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের (JanDhan Bank Account Holder) রুপে ডেবিট কার্ড দেওয়া হয় ৷ এই কার্ডে ১ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স দেওয়া হয় গ্রাহকদের ৷ কিন্তু আধারের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক না করানো থাকলে এই সুবিধা মিলবে না ৷ ফলে  ১ লক্ষ টাকারলোকসান হতে পারে  ৷ এর পাশাপাশি এই অ্যাকাউন্টে পেয়ে যাবেন ৩০,০০০ টাকার অ্যাক্সিডেন্টাল ডেথ ইনস্যুরেন্স কভার ৷ একই ভাবে আধার লিঙ্কড না থাকলে মিলবে না এই বেনিফিটও ৷ তাই দেরি না করে আজই লিঙ্ক করিয়ে নিন আধারের সঙ্গে জনধন অ্যাকাউন্ট(JanDhan Bank Account)৷

এক ঝলকে দেখে নিন জনধন অ্যকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে করবেন-

Latest Videos

১.  ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাতে পারবেন। তার জন্য ব্যাঙ্কে আধার কার্ডের ফটো কপি ও পাসবুক নিয়ে যেতে হবে

২. এসএমএস-এর মাধ্যমেও আধার লিঙ্ক করাতে পারবেন।  বেশ কিছু ব্যাঙ্ক এখন মেসেজের মাধ্যমে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে থাকে। স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মেসেজ বক্সে গিয়ে UID<SPACE>আধার নম্বর<SPACE>অ্যাকাউন্ট নম্বর লিখে 567676 নম্বরে মেসেজ পাঠাতে হবে।

৩. এটিএম-এর মাধ্যমে আধার লিঙ্ক করা যেতে পারে। আপনার নিকটবর্তী এটিএম থেকেও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন ৷ মনে রাখবেন ব্যাঙ্কে এবং আধারে আলাদা আলাদা মোবাইল নম্বর দেওয়া থাকলে লিঙ্ক করা যাবে না ৷

আরো পড়ুন-Padma Award 2020: পদ্ম পুরস্কারপ্রাপ্তদের আলিঙ্গন, আদনান সামির কাঁধে হাত দিয়ে কথা বললেন মোদী

আরও পড়ুন-Modi Special Gift-প্রধানমন্ত্রীকে বিশেষ উপহার পদ্মশ্রীপ্রাপ্ত তাঁতশিল্পী বীরেনের, উপহার পেয়ে সম্মোহিত মোদী

যদি আপনার জনধন অ্যাকাউন্ট না থাকে তাহলে জেনে নিন কীভাবে জনধন অ্যাকাউন্ট খুলবেন। নিকটবর্তীকোনও  ব্যাঙ্কে গিয়ে সহজেই জনধন অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এর জন্য ব্যাঙ্কে একটি ফর্ম ফিলআপ করতে হবে ৷ নাম, মোবাইল নম্বর, ব্যাঙ্ক শাখার নাম, আবেদনকারীর নাম, ঠিকানা, নমিনি, বার্ষিক আয় এর মতো প্রয়োজনীয় তথ্য দিতে হবে ৷

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari