Recruitment: কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ, নিয়োগ হবে ৭৫টি শূন্যপদে

কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ, নিয়োগ হবে ৭৫টি শূন্যপদে। কেন্দ্রীয় সংস্থা ভেল-এ রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই এক বিজ্ঞপ্তি।

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ, নিয়োগ হবে ৭৫টি শূন্যপদে। কেন্দ্রীয় সংস্থা ভেল-এ রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই এক বিজ্ঞপ্তি।

শূন্যপদ

Latest Videos

সংস্থায় নিয়োগ হবে সুপারভাইজার ট্রেনি (মেকানিক্যাল), সুপারভাইজার ট্রেনি (সিভিল) এবং সুপারভাইজার ট্রেনি (এইচআর) পদে। সব মিলিয়ে শূন্যপদ আছে ৭৫টি। সংস্থার যে যে কেন্দ্রে নিয়োগ হবে তা হল ভেল পাওয়ার সেক্টর, কর্পোরেট অফিস, এইচইপি ভোপাল, এইচপিইপি হায়দরাবাদ, এইচপিবিপি ত্রিচি, এইচইইপি হরিদ্বার এবং টিপি ঝাঁসি।

বয়সেরসীমা

সুপারভাইজার ট্রেনি (মেকানিক্যাল), সুপারভাইজার ট্রেনি (সিভিল) এবং সুপারভাইজার ট্রেনি (এইচআর) পদে আবেদনের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকা যেমন প্রয়োজন তেমনই বয়সও হতে হবে সঠিক। বয়ঃসীমা ধার্য করা হয়েছে ২৭ বছর। তবে, সংরক্ষিত শ্রেণিভুক্তদের এই বিষয় ছাড় রয়েছে।

বেতন

সুপারভাইজার ট্রেনি (মেকানিক্যাল), সুপারভাইজার ট্রেনি (সিভিল) এবং সুপারভাইজার ট্রেনি (এইচআর) পদে বেতন প্রায় ৩২,০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত। প্রশিক্ষণ শেষে এই পদে প্রার্থীদের স্থায়ী ভালে নিয়োগ করা হবে। তখন বেতন বৃদ্ধি পাবে। বেতন বেড়ে হবে ৩৩,৫০০ থেকে ১,২০,০০০ টাকা। তবে, আবেদনের ক্ষেত্রে বিশেষ প্রোজেক্টের জন্য সুপারভাইজার ট্রেনি (মেকানিক্যাল), সুপারভাইজার ট্রেনি (সিভিল) পদে নিযুক্তদের নূন্যতম ১০ বছর কাজ করতে হবে বলে জানা গিয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

সুপারভাইজার ট্রেনি (মেকানিক্যাল), সুপারভাইজার ট্রেনি (সিভিল) এবং সুপারভাইজার ট্রেনি (এইচআর) পদে আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা বা ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে।

আবেদন

ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এর জন্য সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ৭৯৫ টাকা এবং ২৯৫ টাকা জমা দিতে হবে।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

ভারতীয় ডাক বিভাগে ১৮৯৯ টি পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন

বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক পদে নিয়োগ, জেনে নিন কারা আবেদন করতে পারবেন

 

Share this article
click me!

Latest Videos

Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul