চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার মাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরি। চাকরির মন্দার বাজারে মাধ্যমিক উত্তীর্ণদের চাকরির সুযোগ দিচ্ছে DRDO। Defence Research and Development Organisation- এ হবে নিয়োগ। এক বছর প্রশিক্ষণ দেওয়ার পর মিলবে কাজের সুযোগ। চাকরি প্রার্থীদের জন্য এক সুবর্ণ সুযোগ নিয়ে এল Defence Research and Development Organisation।
যোগ্যতা
একাধিক পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে DRDO বা Defence Research and Development Organisation। সদ্য প্রকাশ্যে এসেছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন। সঙ্গে থাকতে হবে ভোকেশনাল প্রশিক্ষণের অন্তর্গত আইটিআই যোগ্যতা।
শূন্যপদ
DRDO বা Defence Research and Development Organisation-র একাধিক পদে হবে নিয়োগ। ফিটার, টারনার, মেসিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিক, অ্যাটেনডেন্ট অপারেটর, কম্পিউটার অপারেটর, পেইন্টার, বুক বাইন্ডার এবং ফানড্রিম্যান পদে হবে নিয়োগ। ভারত সরকারের অ্যাপ্রেন্টিস আইন অনুসারে প্রার্থীদের সুযোগ করে দেওয়া হবে প্রশিক্ষণের জন্য।
আবেদন পদ্ধতি
Defence Research and Development Organisation-এ আবাদেন করতে পারেন অনলাইনে। www.pprenticeshipindia.gov.in এ যান। সেখানে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করুন। এই ওয়েব সাইটে গেলে আবেদনের ফর্ম পাবেন। আবেদন পত্র পূরণের সঙ্গে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। তারপর তা সাবমিট করে দিন। আবেদন জানানোর শেষ তারিখ হল ৩১ শে জানুয়ারি। তাই Defence Research and Development Organisation-এ কাজে আগ্রহী হল দেরি না করে আবেদন করুন।