Job Opportunity: দশম ও দ্বাদশ উত্তীর্ণদের কাজের সুযোগ, নিয়োগ হবে ভারত পেট্রোলিয়ামে, জেনে নিন বিস্তারিত

Published : May 30, 2025, 09:40 AM IST
Bharat Petroleum

সংক্ষিপ্ত

Job Opportunity: ভারত পেট্রোলিয়ামে বিভিন্ন পদে নিয়োগের সুযোগ। দশম, দ্বাদশ উত্তীর্ণ থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, CA, CMA সহ বিভিন্ন যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৭ জুন।

ফের চাকরি প্রার্থীদের জন্য় সুখবর। এবার নিয়োগ হবে ভারত পেট্রোলিয়ামের মতো সংস্থায়। দশম ও দ্বাদশ উত্তীর্ণরা পাবেন কাজের সুযোগ। সদ্য প্রকাশ্যে এসেছে চাকরির খবর। দশম ও দ্বাদশ উত্তীর্ণ থেকে ইন্টার চার্টার্ড অ্যাকাউট্যান্ট- নিয়োগ হবে একাধিক যোগ্যতাসম্পন্ন ব্যক্তির। জেনে নিন বিস্তারিত।

শূন্যপদ

সংস্থার ইঞ্জিনিয়ারিং বিভাগের জুনিয়র এগজিকিউটিভ, অ্যাসোসিয়েট এগজিকিউটিভ, অ্যাসোসিয়েট এগজিকিউটিভ পদে নিয়োগ হবে। এই পদে অনূর্ধ্ব ৩২ বছর বয়সি ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাদের মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেক্ট্রনিক্স, সিভিল এবং কেমিক্য়াল ইঞ্জিনিয়ারিং বিষয় স্নাতক ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ

অ্যাকাউন্টস বিভাগে হবে নিয়োগ। জুনিয়র এগজিকিউটিভ পদে ইন্টার চার্টার্ড অ্যাকাউট্যান্ট (সিএ) কিংবা ইন্টার সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরা (সিএমএ) আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩০ থেকে ২৫ বছরের মধ্যে।

কোয়ালিটি অ্যাসিওরেন্স বিভাগে হবে নিয়োগ। নিয়োগ হবে অ্যাসোসিয়েট এগজিকিউটিভ পদে। এই পদে আবেদন করতে রসায়ন বিষয় স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে।

তেমনই আবেদন করতে পারেন সেক্রেটারি পদে। দশম, দ্বাদশ উত্তীর্ণরা আবেদন করতে পারেন। তেমনই প্রথম তিন বছরের স্নাতক স্তরের কোর্স সম্পূর্ণ করছেন এমন প্রার্থীরাও আবেদন করতে পারেন। তবে, সকলের বয়স হতে হবে ৩২-র মধ্যে।

আবেদনের শেষ দিন

বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। অনলাইনে করা যাবে আবেদন। ২৭ জুন পর্যন্ত অবেদন করতে পারেন। আবেদনমূল্য ১,১৮০ টাকা।

বেতন

নিয়োগ হবে ভারত পেট্রোলিয়ামে। নিয়োগ হবে একাধিক পদে। নিযুক্ত দের প্রতি মাসে ৩০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৪০ হাজার টাকা। বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটে দেখুন।

আবেদন পদ্ধতি

ভারত পেট্রোলিয়ামে এই সকল পদে আবেদন করা যাবে অনলাইনে। সবার আগে www.bharatpetroleum.in খুলুন। সেখানে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পাবেন। সেখানেই আছে এই বিজ্ঞপ্তিটি। এই ওয়েবসাইট থেকেও আবেদন করতে পারেন। 

তাই দেরি না করে আবেদন করুন। ২৭ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। দশম, দ্বাদশ উত্তীর্ণ থেকে স্নাতক, স্নাতকোত্তর, CA, CMA রা আবেদন করতে পারবেন। বয়সসীমা পদের উপর নির্ভর করে ২৫ থেকে ৩২ বছর। বেতন ৩০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য
Education News: চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে ডঃ ভি. কে. রাইকে নিয়োগ করল আইআইএম কলকাতা ইনোভেশন পার্ক