সল্টলেকে বড়সর নিয়োগ! মাসিক বেতন পেতে পারেন ৩১ জাহার টাকা, কী করে আবেদন করবেন? জেনে নিন

Published : Jul 21, 2024, 10:00 AM ISTUpdated : Jul 21, 2024, 10:13 AM IST
jobs up

সংক্ষিপ্ত

সল্টলেকে বড়সর নিয়োগ! মাসিক বেতন পেতে পারেন ৩১ জাহার টাকা, কী করে আবেদন করবেন? জেনে নিন

সল্টলেকের দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস -এ কর্মী নিয়োগ। এই সংস্থায় একটি প্রকল্পের কাজ হচ্ছে সেই প্রকল্পের জন্যই চলছে নিয়োগ কাজ।

সম্প্রতি এই প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের বাইরের আরও তিনটি নামী শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ করা হবে এই প্রকল্পের। অনলাইনে আবেদন করতে হবে চাকরি প্রার্থীদের। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।

‘ন্যায়কোষ: মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস ফর এআই বেসড লিগ্যাল অ্যানালিটিক্স’- এ চলছে নিয়োগ কাজ। শূন্যপদ একটি। নিযুক্তকে ডব্লিউবিএনইউজেএস-এর ক্যাম্পাসেই কাজ করতে হবে প্রার্থীদের। প্রথমে ৬ মাসের জন্য কর্মী নিয়োগ করা হবে। পরে মেয়াদ বাড়িয়ে দু বছর করা হতে পারে। মাসিক বেতন ৩১ হাদার টাকা।

কলকাতা শহরে থেকেই চাকরি করা যাবে।  ডব্লিউবিএনইউজেএস, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি , ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, এডুকেশন অ্যান্ড রিসার্চ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর এই সবকটি প্রতিষ্ঠান একসঙ্গে এই প্রকল্পের জন্য কাজ করবে বলা জানা গিয়েছে।

PREV
click me!

Recommended Stories

জানেন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এবং এর দৈর্ঘ্য কত?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ