সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ, জেনে নিন কারা আবেদন করতে পারবেন এই পদের জন্য

Published : Jul 05, 2025, 09:49 AM IST
central bank of india

সংক্ষিপ্ত

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কাউন্সেলর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। ৪৫ থেকে ৬৫ বছর বয়সী স্নাতক এবং অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মকর্তারা আবেদনের যোগ্য।

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে হবে নিয়োগ। প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। উত্তরবঙ্গে হবে নিয়োগ। আগ্রহীরা অফলাইনেও আবেদন করতে পারেন।

শূন্যপদ

ব্যাঙ্কের ফিন্যান্সিয়াল লিটারেসি সেন্টারের জন্য হবে নিয়োগ। নিয়োগ হবে কাউন্সেলর পদে। তবে, আপাতত প্রকাশ্যে আসেনি শূন্যপদের সংখ্যা। নিযুক্তজের পোস্টিং হবে জলপাইগুড়িতে। চুক্তি ভিত্তিক হবে নিয়োগ। এক বছরের জন্য নিয়োগ করে হবে। পরে বাড়়বে কাজের মেয়াদ।

বয়সের সীমা

ব্যাঙ্কের ফিন্যান্সিয়াল লিটারেসি সেন্টারের জন্য হবে নিয়োগ। নিয়োগ হবে কাউন্সেলর পদে। ৪৫ থেকে ৬৫ বছরের মধ্যে হবে নিয়োগ। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের ব্যক্তিত্ব বেতন স্থির করা হবে ব্যাঙ্কের নির্ধারিত নিয়ম মেনে।

যোগ্যতা

চাকরিপ্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি কোনও সরকারি ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিক হতে হবে। এছাড়াও কয়েকটি যোগ্যতার প্রয়োজন। বিস্তারিত জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

আবেদন পদ্ধতি

এবার নিয়োগ হবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে হবে নিয়োগ। প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। উত্তরবঙ্গে হবে নিয়োগ। আবেদন করতে পারেন ডাকযোগে। আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ নথি ডাকযোগে পাঠিয়ে দিন। আগামী ১৯ জুলাই আবেদনের শেষ দিন। ইন্টারভিউ-র মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। রয়েছে আরও কিছু শর্তাবলী। এই কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করতে পারেন। সবার আগে দেখা নিন প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি।

শীঘ্রই ব্যাঙ্কে কাজের সুযোগ পাবেন প্রার্থীরা। স্নাতক যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।  সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে হবে নিয়োগ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি এসেছে প্রকাশ্যে। আপনি সরকারি ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিক হলেও আবেদন করতে পারেন। ৪৫ থেকে ৬৫ বছরের মধ্যে আপনার বয়স হলে আবেদন করতে পারেন। তাই দেরি না করে আবেদন করুন এই সকল পদের জন্য। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য