Government Job News: সরকারি চাকরিতে সুৃবর্ণ সুযোগ, এই কলেজে চলছে বিপুল শূন্যপদে নিয়োগ

Published : Jul 04, 2025, 09:48 AM IST
bengaluru job

সংক্ষিপ্ত

Job Vacancy: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। এই কলেজে শিক্ষক পদে চলছে নিয়োগ। কীভাবে আবেদন জানাবেন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Job News: অনেকদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন? কিন্তু মনের মতো চাকরি পাচ্ছেন না! তাহলে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। কলেজে শিক্ষকতা করতে চাইলে এই পদের জন্য আপনিও করতে পারবেন আবেদন। আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে শিক্ষক নিয়োগ চলছে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ইচ্ছুক প্রার্থীদের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

কোন পোস্টে নিয়োগ চলছে (Government Job News):-

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং গেস্ট ফ্যাকাল্টি বা অতিথি শিক্ষক পদে। মোট শূন্যপদের সংখ্যা তিন।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):-

জানা গিয়েছে, ফ্যাকাল্টি বা অতিথি শিক্ষক পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সম্পর্কিত বিষয়ে এমই বা এমটেক থাকতে হবে। এ ছাড়া অন্য পদটিতে আবেদনের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে বলে জানানো হয়েছে। যদিও এই পোস্টে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের বেতন কত দেওয়া হবে সেই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।

আবেদনের শেষ তারিখ (Last Date Of Application):-

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে আবেদনের জন্য আগ্রহী চাকরি প্রার্থীদের ২১ জুলাই নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত নথি সহ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যেতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

অন্যদিকে, ব্যাঙ্কিং সার্ভিসে পাঁচ হাজারেরও বেশি শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং সার্ভিসেস পার্সোনেলে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে IBPS তাদের ওয়েবসাইটে।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে (Job Vacancy News):-

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, প্রবেশনারি অফিসার, ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ করা হবে কর্মী। ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় মোট ৫২০৮ জন কর্মচারী নিয়োগ করা হবে।

আগ্রহী চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):-

এই সমস্ত পোস্টে আবেদনের জন্য আবেদনকারীকে ভারত, নেপাল বা ভুটানের নাগরিকত্বের পরিচয়পত্র থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। এছাড়াও আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে হলে বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েবসাইটটি দেখুন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরিতে সুবর্ণ সুযোগ, প্রচুর শূন্য পদে চলছে কর্মী নিয়োগ
NTPC-তে কর্মী নিয়োগ, বার্ষিক বেতন ২৭ লক্ষ টাকা, জেনে নিন কোন কোন পদে হবে নিয়োগ