কেন্দ্রীয় সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

Published : Sep 06, 2025, 07:27 AM IST
Private Sector Job

সংক্ষিপ্ত

WB Job Recruitment: সরকারি চাকরিতে মিলছে সুবর্ণ সুযোগ। ব্যাঙ্কে চাকরির অভিজ্ঞতা থাকলেই মিলবে কাজের সুযোগ। কারা করতে পারবেন আবেদন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

WB Job Recruitment: সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ। যারা অনেকদিন ধরে সরকারি চাকরির জন্য ঘুরছেন তাদের জন্য রয়েছে সুখবর। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে চলছে বিপুল পরিমাণ শূন্যপদে কর্মী নিয়োগ। কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় চলছে ডাক বিভাগের অধীনে পেমেন্টস ব্যাঙ্কে কর্মী নিয়োগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক।

কোন কোন পদে কর্মী নিয়োগ চলছে?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে একাধিক শূন্যপদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ চলছে। চুক্তি ভিত্তিতে কাজের সুযোগ মিলবে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের। এই জন্য ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। জানা গিয়েছে, ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে কনসালট্যান্ট পদে। শূন্যপদের সংখ্যা রয়েছে একটি। সংশ্লিষ্ট পদে প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে তিন বছর। এরপর দক্ষতার উপর নির্ভর করে চুক্তির মেয়াদ আরও দুই বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। নিযুক্তকে ব্যাঙ্কের নির্ধারিত নিয়ম মেনেই প্রতি মাসে বেতন দেওয়া হবে। এমনটাই জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা:-

সংশ্লিষ্ট পদে চাকরিতে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। এছাড়াও কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। এবং চাকরিপ্রার্থীদের কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রয়োজন ন্যূনতম ৩০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ:-

বিজ্ঞপ্তিতে উল্লিখিত পোস্টে চাকরির আবেদনের জন্য প্রার্থীকে যাবতীয় তথ্য সহ অনলাইনেই আবেদন জানাতে হবে। আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর। এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে মেধা যাচাই করে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার মিলবে সরকারি চাকরির সুযোগ। এবার কলকাতা পুরসভায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। আপনি আগ্রহী প্রার্থী হলে আজই আবেদন করুন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন পদ্ধতি। এবার চাকরি পেতে পারেন সরকারি সংস্থায়। রাজ্যের মিউনিসিপ্যাস সার্ভিস কমিশনে তাঁদের ‘সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে হবে নিয়োগ। কলকাতা পুরসভার অধীনে হবে নিয়োগ। মোট শূন্যপদ ১৯টি।

শীঘ্রই কলকাতা পুরসভায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারেরা চাকরির সুযোগ মিলবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারেন। অনূর্ধ্ব ৩৭ বছর বয়সিরা ওই কাজের জন্য আবেদন করতে পারেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেন্দ্রীয় প্রতিরক্ষায় মন্ত্রকে চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরিতে সুবর্ণ সুযোগ, প্রচুর শূন্য পদে চলছে কর্মী নিয়োগ