রাজ্য খাদ্য দফতরে চলছে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ? জানুন আবেদনের শেষ তারিখ

Published : Aug 31, 2025, 09:50 AM IST
Job Interview Tips

সংক্ষিপ্ত

Group D Job News: গ্রুপ ডি পদে চাকরিতে সুবর্ণ সুযোগ। আজই করুন আবেদন। কীভাবে আবেদন জানাবেন তা বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। 

Job News: আপনি কী দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন? তাহলে সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুন সুখবর। জানা গিয়েছে, রাজ্য সরকারের খাদ্য দফতরের গ্রুপ ডি পদে চলছে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ। আগ্রহী প্রার্থীরা চাকরির জন্য এখানে আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগ। বিশদে জানতে চোখ রাখুন মূল ওয়েবসাইটে।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা (Education Qualification of the applicants):-

জানা গিয়েছে, রাজ্য সরকারের গ্রুপ ডি পদে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। এছাড়াও মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ২টি।

কত টাকা দেওয়া হবে বেতন:-

সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ১৫ হাজার টাকা। এছাড়াও একবছরের চুক্তির মেয়াদে কাজে নেওয়া হবে। পরে অভিজ্ঞতার ভিত্তিতে মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অষ্টম শ্রেণি উত্তীর্ণদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হবে। এবং অভিজ্ঞদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

কীভাবে আবেদন জানাবেন?

রাজ্য সরকারের খাদ্য সরবরাহ বিভাগে চাকরির আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে একটি সাদা কাগজে আবেদন লিখে তার সঙ্গে নাম-ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ নির্দিষ্ট ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। আবেদনের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দফতরের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, বার্নপুরের মাল্টিস্পেশালিটি হাসপাতালে চলছে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই মাল্টিস্পেশালিটি হাসপাতাল। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, এই হাসপাতালে নার্সিং পোস্ট ও অ্যালায়েড হেলথকেয়ার অফিসার নিয়োগ করা হবে। যোগ্য আবেদনকারীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই হাসপাতালে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ চলছে। নিয়োগ হবে নার্স, ডায়লাসিস টেকনিশিয়ান, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, ভ্যাক্সিনেটর, ফ্লেবোটমিস্ট, অপটমেট্রিস্ট, পালমোনারি ফাংশান টেস্ট টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যান্ড ব্লাড সেন্টার টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, ইসিজি টেকনিশিয়ান, এক্স-রে টেকনিশিয়ান, ড্রেসার এবং অপারেশন থিয়েটর টেকনিশিয়ান সহ একাধিক পোস্টে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য