Government Jobs: মাসিক বেতন ১৮ হাজার থেকে ১ লক্ষ টাকা! মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করুন

কেন্দ্র সরকারি চাকরিতে মাসিক বেতন হতে পারে ১ লক্ষ ১২ হাজার টাকারও বেশি। কীভাবে আবেদন করবেন, জেনে নিন। 

Sahely Sen | Published : Oct 25, 2023 4:08 AM IST / Updated: Oct 25 2023, 09:40 AM IST

মাধ্যমিক পাশ করে থাকলেই মাসিক বেতন হতে পারে ১ লক্ষ ১২ হাজার টাকারও বেশি। দুর্গাপুজোর মরশুমেই কেন্দ্র সরকারি চাকরিতে বড়সড় সুযোগ। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্মী নিয়োগের ঘোষণা করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)। কোন কোন পদে কত কর্মী নিয়োগ করা হবে এবং মাসিক বেতন কত হতে পারে, জেনে নিন বিস্তারিত:

এমপ্লয়মেন্ট নম্বর - ICMR-NIRT/Tech.Recruit/01-02/2023/

পদের নাম- Technical Assistant

মোট শূন্যপদ রয়েছে ৬০ টি (সংরক্ষণের তালিকা: UR- ২৩ টি, OBC- ১৫ টি, SC- ১০ টি, ST- ৬ টি, EWS- ৬ টি এবং PwBD- ৩ টি)

শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন: Microbiology, Biotechnology, Biochemistry, Bio-Informatics, Biomedical Engineer, Instrumentation Engineer, Clinical Pharmacology, Medical Lab Technology ইত্যাদি বিষয়ে স্নাতক পাশ চাকরিপ্রার্থীরা এই শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

মাসিক বেতন- ৩৫,৪০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা। আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

পদের নাম- Laboratory Attendant

মোট শূন্যপদ রয়েছে ১৩ টি। (সংরক্ষণের তালিকা: UR- ৫ টি, OBC- ৪ টি, SC- ৩ টি এবং EWS- ১ টি)

শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন: যেকোনও স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে। এর সঙ্গে সংশ্লিষ্ট কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। 

মাসিক বেতন- ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা। আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।

কীভাবে আবেদন করবেন?

সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। আবেদনকারীদের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি সাবমিট করার পর প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে পূরণ করে ‘submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদন জানানোর সময় দরকারি নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

অর্থমূল্য কত?

অনলাইন চার্জ সহ ৩০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। তফশিলি জাতি বা উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা আবেদনকারীদের কোনও অর্থমূল্য দিতে হবে না।

যেকোনও ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনও জেলা থেকে এই শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ৮ নভেম্বর, ২০২৩।

 আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D

Share this article
click me!