স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই মিলবে কাজের সুযোগ, জেনে নিন কোথায় হবে নিয়োগ

Published : Sep 12, 2024, 09:41 AM IST
Government bank job

সংক্ষিপ্ত

কলকাতার ন্যাশনল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাক্টেরিয়াল ইনফেকশন (সাবেক নাইসেড)-র ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, টেকনিক্যাল অফিসার হিসেবে সংস্থার একটি প্রকল্পে কর্মী নিয়োগ হবে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) অধীনস্থ সংস্থায় হবে নিয়োগ। প্রকাশ্যে এল এমনই বিজ্ঞপ্তি। কলকাতার ন্যাশনল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাক্টেরিয়াল ইনফেকশন (সাবেক নাইসেড)-র ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, টেকনিক্যাল অফিসার হিসেবে সংস্থার একটি প্রকল্পে কর্মী নিয়োগ হবে।

যোগ্যতা

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) অধীনস্থ সংস্থায় কাজ করতে চাইলে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাইক্রোবায়োলজি কিংবা বায়োকেমিস্ট্রিতে থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি। এছাড়াও লাইফ সায়েন্সের শাখায় স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন বা উল্লিখিত বিষয় স্নাতক ব্যক্তিদেরও শর্তসাপেক্ষে নিয়োগ হতে পারে। এক্ষেত্রে স্নাতকদের ৫ বছর এবং স্নাতকোত্তরদের ২ বছরের যোগ্যতা থাকতে হবে।

বেতন

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) অধীনস্থ সংস্থায় হবে নিয়োগ। নিয়োগ হবে মাত্র ১টি পদে। নিযুক্ত ব্যক্তিকে ৩৫ হাজা র টাকা পারিশ্রমিক দেওয়া হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। আগ্রহী ব্যক্তিরা দেরি না করে আবেদন করুন।

নিয়োগ পদ্ধতি

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) অধীনস্থ সংস্থায় হবে নিয়োগ। নিয়োগ হবে অনলাইনে। ২৬ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানে বিস্তারিত জানতে পারবেন। সেখানে উল্লিখিত যোগ্যতা আপনার থাকলে আপনি অনলাইনে আবেদন করতে পারেন। বাছাই করা প্রার্থীদের প্রতিষ্ঠানের ঠিকানায় সমস্ত নথি নিয়ে হাজির থাকতে হবে। সেখানে হবে ইন্টারভিউ। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ইমেল মারফত যোগাযোগ করা হবে। এই বিষয় বিস্তারিত তথ্য জানতে চাইলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

 

PREV
click me!

Recommended Stories

WBSSC Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে অষ্টম পাশেও করবে নিয়োগ, আজই আবেদন করুন
জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে