ক্লাস ৮ পাশেই মিলবে চাকরি! মাসে পাবেন ২৯ হাজার স্যালারি! দুর্দান্ত সুযোগ মিস করবেন না

নূন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এই পদে। ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। পিওন (Peon) পদে কত কর্মী নিয়োগ করা হবে? আবেদন পদ্ধতি কী? কীভাবে করবেন আবেদন?

দুর্দান্ত খবর চাকরিপ্রার্থীদের জন্য। এবার ক্লাস এইচ পাশেই মিলবে মোটা মাইনের চাকরি। পিওন (Peon) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় দপ্তর। নূন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এই পদে। ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। পিওন (Peon) পদে কত কর্মী নিয়োগ করা হবে? আবেদন পদ্ধতি কী? কীভাবে করবেন আবেদন?

পদের নাম : পিওন (Peon)

Latest Videos

বয়স সীমা : ১৮ বছর ঊর্ধ্বে বয়স হলে আবেদন করা যাবে এই পদে।

মাসিক বেতন : এই পদে নিয়োগ পেলে প্রার্থী মাসিক ২৯,০৩৪ টাকা বেতন পাবেন।

আবেদন মূল্য : কোনও আবেদন মূল্য লাগবে না।

বিজ্ঞপ্তি প্রকাশ : এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে www.bckv.edu.in পোর্টালে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য আপনারা ভিজিট করতে পারেন এই পোর্টালে।

আবেদন পদ্ধতি : যারা এই পদে কাজ করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট দিনে ইন্টারভিউ দিতে চলে যান নির্দিষ্ট ঠিকানায়। অফিসিয়াল ওয়েবসাইট থেকে A4 পেপারে আবেদন পত্র প্রিন্ট করিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করে পৌঁছে যান ইন্টারভিউ দিতে।

নথি : ইন্টারভিউয়ের দিন আবেদন পত্রের সাথে নথি হিসাবে নিয়ে যান- বয়সের প্রমাণপত্র, পরিচয়ের প্রমাণপত্র (ভোটার কার্ড / প্যান কার্ড / আধার কার্ড), শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতা সার্টিফিকেট, শেষ বেতনের শংসাপত্র, দুটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

মোট শূন্য পদের সংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করার জন্য নূন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে। পাশাপাশি থাকতে হবে কাজের পূর্ব অভিজ্ঞতা। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইটে।

ইন্টারভিউয়ের তারিখ : ১৩ ই নভেম্বর, ২০২৪

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D

Share this article
click me!

Latest Videos

'মমতাকে না সরালে বাংলায় হিন্দুদের চরম পরিণতি হবে' থানা থেকে ছাড়া পেয়ে আশঙ্কা প্রকাশ সুকান্তর
জাতীয় সড়ক অবরোধ করে Sukanta-কে আটক, পুলিশের বিরুদ্ধে বড় পদক্ষেপ সুকান্তর | Sukanta Majumdar
‘পুলিশের বন্দুক কী অভিষেকের মেয়ের বিয়েতে ফাটানোর জন্য রাখা হয়েছে!’ সুকান্তর চরম তুলোধোনা মমতাকে
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
সমবায় সমিতির নির্বাচনে বড়সড় সাফল্য বিজেপির, জয়ী প্রার্থীদের সংবর্ধনা দিলেন শুভেন্দু অধিকারী