
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে বিভিন্ন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর)। কলকাতায় হবে নিয়োগ।
শূন্যপদ
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর)। বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ফিজিক্যাল সায়েন্সেস, কম্পিউটেশনাল অ্যান্ড ডেটা সায়েন্সেস, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস- বিভাগে হবে নিয়োগ।
যোগ্যতা
লাইফ সায়েন্সস, বায়োসায়েন্সেস, বায়ো কেমিস্ট্রি, কেমিক্যাল বায়োলজি, মাইক্রোবায়োলজি, বায়ো ইঞ্জিনিয়ারিং, রসায়ন, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ইকনোমিক্স বিষয় পিএইচডি করে থাকলে তারা আবেদন করতে পারেন। এক্ষেত্রে নূন্যতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা থাকা দরকার।
বেতন
কলকাতায় হবে ৮টি পদে নিয়োগ। নিযুক্তদের জন্য প্রতি মাসে ১ লক্ষ ০১ হাজার ৫০০ টাকা বেতন হিসেবে বরাদ্দ করা হয়েছে। তিন বছর পর ওই বেতন বৃদ্ধি পেয়ে হবে ১ লক্ষ ৩১ হাজার ৪০০ চাকা আবেদনকারীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর)-এ হবে নিয়োগ। আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদনের শেষ দিন ৩১ জুলাই। এরপর সংস্থার পক্ষ থেকে প্রার্থীর যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এই বিষয় বিস্তারিত জানতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর)-র ওয়েব সাইটে দেখুন। apply.iiserkol.ac.in গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিন।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর)-তে চাকরিতে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। আপাতত নিয়োগ হবে তিন বছরের জন্য। বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ফিজিক্যাল সায়েন্সেস, কম্পিউটেশনাল অ্যান্ড ডেটা সায়েন্সেস, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস বিভাগে হবে নিয়োগ। উপরে উল্লিখিত যোগ্যতা থাকলে দেরি না করে আবেদন করতে পারেন। ৩১ জুলাই আবেদনের শেষ দিন।