Job News: রাষ্ট্রায়ত্ত সংস্থায় চলছে প্রচুর ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ

Published : Jun 19, 2025, 09:22 AM IST
Job Interview Tips

সংক্ষিপ্ত

Government Job News: ইঞ্জিনিয়ারিং পড়ে বসে রয়েছেন, মন মতো চাকরি পাচ্ছেন না? তাহলে আপনার জন্য রয়েছে সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। এই সংস্থায় চলছে প্রচুর শূন্যপদে নিয়োগ। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Government Job News: দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, কিন্তু মনের মতো চাকরি পাচ্ছেন না? তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ। রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় চলছে একাধিক পদে কর্মী নিয়োগ। সেই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থা। জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের বিভিন্ন পদে কর্মখালি রয়েছে। এই পদে কাজের সুযোগ রয়েছে ইঞ্জিনিয়ারদের জন্য। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, আগ্রহী চাকরি প্রার্থীকে অনলাইনের মাধ্যমে চাকরির জন্য আবেদন জানাতে হবে।

কোন কোন পদে কর্মী নিয়োগ চলছে (Government Job News):-

রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় চলছে অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড ২ এবং অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড ৩ পদে ই়ঞ্জিনিয়ার নিয়োগ। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, মোট শূন্যপদের সংখ্যা ৫৬। চাকরিতে নিযুক্তদের সংস্থার কেমিক্যাল, মেকানিক্যাল, এনভায়রনমেন্টাল ওয়াটার অ্যান্ড সেফটি, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, মেটালার্জি, মেটিরিয়ালস,করোশন এবং সিভিল বিভাগে কাজের সুযোগ মিলবে। নিযুক্তদের প্রথমে দু-বছরের জন্য সংশ্লিষ্ট পদে কাজ করতে হবে। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে।

আবেদনকারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা (Government Job News):-

এই পদে চাকরি করতে ইচ্ছুক আবেদনকারীদের বয়স হতে হবে ৩৭ থেকে ৪১ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির চাকরি প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়াও উল্লিখিত পদগুলিতে চাকরির আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বেশ কিছু বছরের পেশাগত অভিজ্ঞতাও অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

কীভাবে আবেদন করবেন (Government Job News):-

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের বিভিন্ন পদে চাকরির আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে সংস্থার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে। তবে আবেদনের শেষ তারিখ ২৪ জুন। এই তারিখের পর আর কোনও আবেদন গ্রহন করা হবে না। এরপর ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। এই বিষয়ে অতিরিক্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে সংস্থার ওয়েবসাইটে। সেখানে নজর রাখতে বলা হয়েছে প্রার্থীদের।

অন্যদিকে, ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে রাজ্য পুলিশের তরফে। এই মর্মে রাজ্য পুলিশের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহীরা অনলাইন কিংবা অফলাইনে আবেদন করতে পারেন। নিয়োগ হবে মুর্শিদাবাদ জেলার জন্য। রাজ্য পুলিশের তরফে নিয়োগ হবে শীঘ্রই। নিয়োগ হবে সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে। শূন্যপদ রয়েছে ৩টি। চুক্তি ভিত্তিক নিয়োগ হবে এই পদে। আপাতত নিয়োগ হবে এক বছররে জন্য। তারপর দক্ষতার ওপর ভিত্তি করে বাড়বে কাজের মেয়াদ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য