নার্সিংয়ের চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন কীভাবে আবেদন করবেন? রইল বিরাট আপডেট

Published : Oct 18, 2025, 09:46 AM IST
Job report 2025

সংক্ষিপ্ত

Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ আগ্রহী চাকরি প্রার্থীদের। আজই করুন আবেদন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…  

Job News: নার্সিং পড়ুয়া সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। নার্সিংয়ের ডিগ্রি থাকলেই মিলবে সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে শ্যামাপ্রসাদ পোর্ট। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্স-এ চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। এ জন্য প্রার্থীদের থেকে অফলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে।

কোন কোন পদে কর্মী নিয়োগ?

এই বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পোস্ট থেকে জানা গিয়েছে যে, হলদিয়া ডক কমপ্লেক্সে মেডিকেল বিভাগে ফিমেল নার্স নেওয়া হবে। মোট শূন্যপদের সংখ্যা একটি। যদিও পরে তা পরিবর্তন সাপেক্ষ বলে জানিয়েছে ডক কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট পোস্টে চাকরিতে আগ্রহীদের কর্মস্থল হবে হলদিয়া ডকের হাসপাতালে। কাজের মেয়াদ তিন বছর। এছাড়াও পারিশ্রমিক বাবদ প্রতিমাসে মিলবে ৩১ হাজার টাকা।

সংশ্লিষ্ট পদে আবেদনকারী আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জেনারেল নার্সিং ও মিডওয়াইফারিতে ডিপ্লোমা বা নার্সিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন, ছ’মাসের ইন্টার্নশিপ-সহ রাজ্য নার্সিং নার্সিং কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এ ছাড়া, প্রার্থীদের কোনও হাসপাতাল বা নার্সিং হোমে এক বছর কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

কীভাবে নিয়োগ করা হবে?

সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের ট্রেড টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। এছাড়াও চাকরিতে ইচ্ছুক প্রার্থীদের সমস্ত ডকুমেন্টস সহ অন্য প্রয়োজনীয় নথি ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায়।

অন্যদিকে, পুজোর মরশুমে চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে আর্মিতে। মাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরির সুযোগ। টেরিটোরিয়াল আর্মিতে হবে নিয়োগ। শূন্যপদ ৭১৬টি। সদ্য জারি হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। শীঘ্রই শুরু হবে আবেদন পদ্ধতি। সদ্য টেরিটোরিয়াল আর্মির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কনস্টেবল পদে ৭১৬ টি শূন্যপদ। ইনফর্মেশন ব্যাটালিয়ন জোনেই হবে নিয়োগ।

টেরিটোরিয়াল আর্মিতে হবে নিয়োগ। নিয়োগ হবে ৭১৬ টি শূন্যপদ। ইনফর্মেশন ব্যাটালিয়ন জোনেই হবে নিয়োগ। এই পদে আবেদন করতে হলে যে কোনও স্বীকৃত বিদ্যালয় থেকে ৪৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ করতে হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেন্দ্রীয় প্রতিরক্ষায় মন্ত্রকে চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরিতে সুবর্ণ সুযোগ, প্রচুর শূন্য পদে চলছে কর্মী নিয়োগ