
পুজোর মরশুমে চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে আর্মিতে। মাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরির সুযোগ। টেরিটোরিয়াল আর্মিতে হবে নিয়োগ। শূন্যপদ ৭১৬টি। সদ্য জারি হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। শীঘ্রই শুরু হবে আবেদন পদ্ধতি। সদ্য টেরিটোরিয়াল আর্মির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কনস্টেবল পদে ৭১৬ টি শূন্যপদ। ইনফর্মেশন ব্যাটালিয়ন জোনেই হবে নিয়োগ।
যোগ্যতা
টেরিটোরিয়াল আর্মিতে হবে নিয়োগ। নিয়োগ হবে ৭১৬ টি শূন্যপদ। ইনফর্মেশন ব্যাটালিয়ন জোনেই হবে নিয়োগ। এই পদে আবেদন করতে হলে যে কোনও স্বীকৃত বিদ্যালয় থেকে ৪৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ করতে হবে।
বয়সের সীমা
মাধ্যমিক পাশের পর আবেদন করতে পারেন টেরিটোরিয়াল আর্মিতে। নিয়োগ হবে ৭১৬ টি শূন্যপদে। আপনার বয়স ১৮ বছর থেকে ৪২ বছরের মধ্যে হলে আবেদন করতে পারেন। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিতদের জন্য আছে বিশেষ ছাড়।
বেতন
টেরিটোরিয়াল আর্মিতে হবে নিয়োগ হবে ৭১৬ টি শূন্যপদ। প্রতি মাসে বেতন মিলবে ১৫,৫০০ টাকা থেকে ৬৯,৪০০ টাকা পর্যন্ত। এই সকল পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন।
আবেদন পদ্ধতি
টেরিটোরিয়াল আর্মিতে আবেদন করতে পারেন অফলাইনে। এর জন্য সবার আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করুন। তারপর সেটিকে প্রিন্ট করে নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। এবার প্রয়োজনীয় ডকুমেন্ট এর সঙ্গে সংযুক্ত করুন। তা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন। আবেদন শুরু হচ্ছে ২৮ নভেম্বর থেকে। আবেদনের শেষ দিন ১০ ডিসেম্বর। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করুন। এই সকল পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন।