উৎসবের মরশুমে চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ

Published : Sep 25, 2025, 09:33 AM IST
Bank Job

সংক্ষিপ্ত

Government Job News: উৎসবের মরশুমে সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। ব্যাঙ্কে চাকরিতে মিলছে সুবর্ণ সুযোগ। কীভাবে আবেদন জানাবেন? জানুন আবেদনের শেষ তারিখ। 

Government Job News: আপনি কী দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন? তাহলে সরকারি চাকরি প্রার্থীদের রয়েছে দারুণ সুবর্ণ সুযোগ। ইন্ডিয়ান ব্যাঙ্কে প্রচুর শূন্য পদে চলছে কর্মী নিয়োগ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। জানা গিয়েছে, আগ্রহী চাকরি প্রার্থীদের দেশের বিভিন্ন প্রান্তে কাজের সুযোগ মিলবে। বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনেই চাকরির আবেদন জানাতে পারবেন।

 

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে? 

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তরা সংস্থার ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সিকিউরিটি, কর্পোরেট ক্রেডিট অ্যানালিসিস, ফিন্যান্সিয়াল অ্যানালিসিস, রিস্ক ম্যানেজমেন্ট-সহ নানা বিভাগে কাজের সুযোগ পাবেন। তবে মোট শূন্যপদের সংখ্যা ১৭১।

মাসিক বেতন:-

সংশ্লিষ্ট পদগুলিতে চাকরিতে নিযুক্তদের বেতন হবে যথাক্রমে ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,০২,৩০০-১.২০,৯৪০ টাকা পর্যন্ত। এছাড়াও মিলবে অন্যান্য সুযোগ সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা:-

উক্ত পদগুলিতে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরের পাশাপাশি পেশাগত অভিজ্ঞতা থাকাও জরুরি। যা বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে জানানো হয়েছে। এর সঙ্গে আবেদনকারীদের বয়য়স হতে হবে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।

কীভাবে আবেদন জানাবেন?

সংশ্লিষ্ট পদগুলিতে চাকরিতে ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইন মারফত। এর জন্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ১৭৫ টাকা ও সাধারণ প্রার্থীদের আবেদন ফি ১০০০ টাকা। আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর।

অন্যদিকে, এবার নিয়োগ হবে শিক্ষক ও শিক্ষাকর্মী। সদ্য প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবান স্টুডেন্টস-র (নেস্টস) অধীনস্থ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল (ইএমআরএস)-এ বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করবে। এবার একলব্য মডেল স্কুলে কাজের সুযোগ পাবে অনেকে।

শূন্যপদের সংখ্যা:- 

প্রান্তিক অঞ্চলের জনজাতি পড়ুয়াদের জন্য এই স্কুলগুলোতে নিয়োগ হবে ইএমআরএস স্টাফ সিলেকশন এগজামিনেশন-র মাধ্যমে। চলতি বছরে নিয়োগ পরীক্ষার মাধ্যমে স্কুলগুলোতে মোট ৭,২৬৭ জন কাজের সুযোগ পাবেন। নিয়োগ হবে প্রিন্সিপাল, পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স, ট্রেনড গ্র্যাজুয়েট টিচার্স, মহিলা স্টাফ নার্স, হস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট। নিযুক্তদের ইংরেজি, হিন্দি, গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা, ইতিহাস, ভুগোল, রসায়ন, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স-র মতো নানান বিষয় পড়াতে হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য