নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিপুল শূন্যপদে চলছে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ

Published : Sep 07, 2025, 07:44 AM IST
How to get first job after college

সংক্ষিপ্ত

Government Job News: সরকারি চাাকরিতে সুবর্ণ সুযোগ প্রার্থীদের জন্য। নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে চলছে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Government Job News: সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ। যারা অনেকদিন ধরে সরকারি চাকরির জন্য ঘুরছেন তাদের জন্য রয়েছে সুখবর। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে চলছে বিপুল পরিমাণ শূন্যপদে কর্মী নিয়োগ। এই মুক্ত বিশ্ববিদ্যালয়ে চলছে কর্মী নিয়োগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে চলছে কর্মী নিয়োগ। আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে:-

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে এনিউমারেটর পদে। শূন্যপদের সংখ্যা তিনটি। সংশ্লিষ্ট বিভাগে ‘অ্যালাইনিং ভোকেশনাল এডুকেশন উইথ ইউজি কোর্স কারিকুলাম টুওয়ার্ডস কমিউনিটি ইম্প্রুভমেন্ট স্ট্র্যাটেজি: উইথ স্পেশাল রেফারেন্স টু অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং’ শীর্ষক গবেষণা প্রকল্পের ডেটা কালেকশন এবং কম্পাইলেশনের কাজ করতে হবে নিযুক্তদের। তাঁদের কাজের মেয়াদ থাকবে ছ-মাস। দৈনিক পারিশ্রমিকের পরিমাণ ৩০০ টাকা।

আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা-

সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে স্নাতকোত্তরে অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। তবে বিজ্ঞপ্তিতে আরও জাানানো হয়েছে যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় ও নম্বরের ছাড় রয়েছে।

পরীক্ষা হবে কবে?

সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীকে আগামী ১৬ সেপ্টেম্বর বিধাননগরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সদর দফতরে ইন্টারভিউয়ের জন্য সরাসরি পৌঁছে যেতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। ওই দিন দুপুর ১২টার মধ্যে সমস্ত ডকুমেন্টস নিয়ে বিশ্ববিদ্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে চলছে বিপুল পরিমাণ শূন্যপদে কর্মী নিয়োগ। কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় চলছে ডাক বিভাগের অধীনে পেমেন্টস ব্যাঙ্কে কর্মী নিয়োগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে একাধিক শূন্যপদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ চলছে। চুক্তি ভিত্তিতে কাজের সুযোগ মিলবে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের। এই জন্য ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। জানা গিয়েছে, ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে কনসালট্যান্ট পদে। শূন্যপদের সংখ্যা রয়েছে একটি। সংশ্লিষ্ট পদে প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে তিন বছর। এরপর দক্ষতার উপর নির্ভর করে চুক্তির মেয়াদ আরও দুই বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। নিযুক্তকে ব্যাঙ্কের নির্ধারিত নিয়ম মেনেই প্রতি মাসে বেতন দেওয়া হবে। এমনটাই জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কলকাতা মেট্রোরেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই করতে পারবেন আবেদন, রইল বিস্তারিত
WBSSC Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে অষ্টম পাশেও করবে নিয়োগ, আজই আবেদন করুন