সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ, প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন

Published : Oct 04, 2025, 08:51 AM IST
How to get first job after college

সংক্ষিপ্ত

Government Job News: সরকারি চাকরিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। প্রচুর শূন্য পদে চলছে কর্মী  নিয়োগ। কীভাবে আবেদন করবেন? জানুন বিশদে…

Government Job News: আপনি কী দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন? অথচ মন মতো চাকরি পাচ্ছেন না। তাহলে আপনার জন্য রয়েছে সরকারি চাকরিতে দারুন সুযোগ। বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় পারমাণবিক ক্ষেত্রে কাজের জন্য অভিজ্ঞ কর্মী নিয়োগ করছে। এর জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে আগামী ৭ অক্টোবরের মধ্যে।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে:- 

সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে ডেপুটি ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ১০টি। সংস্থায় নিযুক্তদের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে ইলেকট্রিক্যাল, সিভিল ও মেকানিক্যাল বিভাগে কাজের সুযোগ মিলবে।

বেতন কত দেওয়া হবে?

নিযুক্ত প্রার্থীদের বেতন দেওয়া হবে ৭০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত। এছাড়াও মিলবে অন্যান্য সুযোগ সুবিধা। এছাড়াও আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। তবে সংশ্লিষ্ট পোস্টগুলিতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।

কীভাবে আবেদন জানাবেন?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই আবেদন জানাতে হবে। আবেদনের শেষ তারিখ ২১ অক্টোবর। আবেদন ফি ৫০০ টাকা। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্যে ছাড় রয়েছে। এরপর আবেদনকারীদের পেশাগত অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার উপর যাচাই করে লিখিত পরীক্ষা ও অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে। সম্প্রত সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গিয়েছে, নিযুক্তদের নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির অধীনে কাজ করতে হবে। এর জন্য ৩ অক্টোবর অর্থাৎ আজ থেকে অনলাইনে আবেদন করতে পারেন।

ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে-র তরফে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), সাব- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল), অ্যাকাউন্ট্যান্ট, স্যানিটারি ইনস্পেক্টর, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসেসমেন্ট ইনস্পেক্টর, স্টোর কিপার, সার্ভেয়ার এবং ড্রাফটসম্যান পদে হবে নিয়োগ। শূন্যপদ রয়েছে ১৫ টি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য