পূর্ব বর্ধমান জেলায় সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ, কীভাবে আবেদন জানাবেন? জানুন এক ক্লিকে

Published : Jan 21, 2026, 08:01 AM IST
Chennai job

সংক্ষিপ্ত

Job News: সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে ১০ ফেব্রুয়ারি ২০২৬। উল্লিখিত দিনে সকাল ১০টা থেকে শুরু হবে ইন্টারভিউ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাদের জন্য পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বিভাগে চাকরির জন্য দারুন সুযোগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার অফিস অফ দ্যা ব্লক ডেভেলপমেন্ট অফিসার-এর তরফে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে রয়েছে কাজ করার সুযোগ।

সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য প্রতিমাসে বেতন হবে ১১ হাজার টাকা। এছাড়াও আবেদনকারীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। তবে আবেদনের জন্য শুধুমাত্র অবসরপ্রাপ্তরা আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের হিসাবরক্ষণ বিষয়ে পূর্ব অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। এবং বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞাপনে নজর রাখতে বলা হয়েছে।

কীভাবে কর্মী নিয়োগ করা হবে?

জানা গিয়েছে সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে ১০ ফেব্রুয়ারি ২০২৬। উল্লিখিত দিনে সকাল ১০টা থেকে শুরু হবে ইন্টারভিউ। এছাড়াও হবে কম্পিউটার পরীক্ষা, লিখিত পরীক্ষা। এবং প্রয়োজনীয় কী কী নথি লাগবে সেই সমস্ত বিশদ তথ্যের জন্য ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, কোচবিহার জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মখালি। একাধিক শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। এই বিষয়ে বিশদ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোচবিহার জেলার প্রশাসনিক দফতর। জানা গিয়েছে, জেলার প্রশাসনিক ওয়েবসাইট থেকেই মিলবে চাকরিতে আবেদনের যাবতীয় তথ্য। 

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, জেলার অফিস অফ দি চিফ মেডিক্যাল অফিসার হেলথের তরফে এই নিয়োগ চলছে। মেডিক্যাল স্পেশ্যালিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। জানা গিয়েছে, চুক্তি ভিত্তিতে জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে নিয়োগ করা হবে। মোট শূন্যপদে সংখ্যা ৬টি। এছাড়াও মেডিকেল অফিসার পদে নিযুক্তদের বেতন হবে প্রতিমাসে ৬০ হাজার টাকা। এছাড়াও স্পেশ্যালিস্ট পদে নিযুক্তদের বেতন হবে ৭০ হাজার টাকা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

উচ্চ মাধ্যমিক পাশ করলেই চাকরির সুযোগ, ১০ হাজার শূন্যপদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন বোর্ড
ইন্ডিয়ান অয়েলে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি! আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন