Job Recruitment: সরকারি চাকরিতে দারুণ সুযোগ, হলদিয়া পোর্টে চলছে বিপুল শূন্যপদে নিয়োগ

Published : Jul 20, 2025, 09:31 AM IST
Job vacancy

সংক্ষিপ্ত

Government Job News: সরকারি চাকরিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য দারুন সুবর্ণ সুযোগ রয়েছে। ডকে চাকরির জন্য আজই করুন আবেদন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Government Job News: দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন কিন্তু মনের মতো চাকরি পাচ্ছেন না? তাহলে আপনার জন্য সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট। বিভিন্ন শূন্যপদে এখানে চলছে কর্মী নিয়োগ। আগ্রহী চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য যোগ্যতা অনুযায়ী আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, হলদিয়ার শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে ডক কমপ্লেক্সে একাধিক শূন্যপদ রয়েছে। যেখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। অফলাইনে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া গ্রহনের কাজ।

কোন কোন পদের জন্য নিয়োগ করা হবে কর্মী?

নোটিশে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, ডক কমপ্লেক্সের প্ল্যান্ট অ্যান্ড ইক্যুপমেন্ট বিভাগের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। মোট শূন্যপদ পাঁচটি। সংস্থায় নিযুক্তদের তিন বছর চুক্তিতে কাজের সুযোগ মিলবে। এরপর তাঁদের কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে।

আবেদনকারীদের বেতন কত হবে?

সংশ্লিষ্ট পদগুলিতে চাকরির জন্য আবেদনকারীদের বেতন হবে ৫৭ হাজার টাকা। এবং বয়স হতে হবে ৫৭ বছরের মধ্যে। এছাড়াও আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। অথবা সমতুল যোগ্যতা থাকতে হবে। যাঁদের দুই বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহীদের বিজ্ঞপ্তি ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আগামী ২৯ অগাস্ট আবেদনের শেষ দিন। এরপর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে পোর্টের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখার জন্য জানানো হয়েছে।

অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে রেল বিকাশ নিগম লিমিটেড-এ। সম্প্রতি এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুসারে, সংস্থার একটি বিভাগে বিভিন্ন পদে কাজের সুযোগ মিলবে। এর জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে। রেল বিকাশ নিগম লিমিটেড-এ হবে নিয়োগ। সংস্থার সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের জন্য নিয়োগ হবে। মোট শূন্যপদ ১২টি। নিয়োগ হবে ডেপুটি জেনারেল ম্যানেজার, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে। দেশের কোনও অঞ্চলে সংস্থার কার্যালয়ে পোস্টিং দেওয়া হতে পারে নিযুক্তদের।

মোট শূন্যপদ ১২টি। নিয়োগ হবে ডেপুটি জেনারেল ম্যানেজার, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে। এই পদে আবেদনের বয়সের আলাদা আলাদ সীমা আছে। ডেপুটি জেনারেল ম্যানেজার পদে আবেদনের জন্য বয়স হতে হবে ৪৫, ম্যানেজার পদে আবেদনের জন্য বয়স হতে হবে ৪০ এবং ডেপুটি ম্যানেজার পদে পদে আবেদনের জন্য বয়স হতে হবে ৩৫। সংরক্ষিতদের জন্য ছাড় আছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য