
Job News: সরকারি চাকরি প্রার্থীদের জন্য বছরের শুরুতেই দারুন সুখবর। বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাষ্ট্রায়ত্ত্ব এই ব্যাঙ্কের তরফে। তবে কোনও কোনও পদে চুক্তির ভিত্তিতে একটিমাত্র পদেই সাধারণ নিয়োগ হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনেই আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে শুক্রবার থেকেই।
বিজ্ঞপ্তিুতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ হবে ব্যাঙ্কে ভাইস প্রেসিডেন্ট (ইউএক্স), ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (ইউএক্স), অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (ইউএক্স), সিনিয়র স্পেশ্যাল এগ্জিকিউটিভ (ইউআই অ্যান্ড ইউএক্স) এবং ডেপুটি ম্যানেজার (ইউআই অ্যান্ড ইউএক্স) পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১২টি। এর মধ্যে ডেপুটি ম্যানেজারের পদটিই স্থায়ী, বাকিগুলি চুক্তিভিত্তিক। কর্মীরা সংশ্লিষ্ট পদগুলিতে পাঁচ বছরের চুক্তিতে কাজের সুযোগ পাবেন। নিযুক্তদের মুম্বই বা দেশের অন্য শহরে কাজের সুযোগ মিলবে।
শিক্ষাগত যোগ্যতা:-
সংশ্লিষ্ট পোস্টগুলিতে আবেদনের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতার মাপকাঠি রয়েছে। যা মূল বিজ্ঞপ্তিতে বিশদে জানানো হয়েছে। জানা গিয়েছে, প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হবে। তারপর ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ে পাস করলে মিলবে চাকরিতে নিয়োগের সুযোগ।
বেতন কাঠামো?
সংশ্লিষ্ট পোস্টগুলিতে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের বেতনের ভিন্ন ভিন্ন মাপকাঠি রয়েছে। আবেদনকারীদের বয়স সীমা হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। ইচ্ছুক প্রার্থীদের বেতন হবে মাসে ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা। বাকি পদগুলিতে বার্ষিক বেতনের পরিমাণ ৪০ লক্ষ টাকা থেকে সর্বাধিক ৮০ লক্ষ টাকা পর্যন্ত।
আবেদনের শেষ তারিখ
ব্যাঙ্কে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ আগামী ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন মূল্য ৭৫০ টাকা। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ছাড় রয়েছে। এবং বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।