মাধ্যমিক পাশে দক্ষিণ পূর্ব রেলে চাকরির সুযোগ, রয়েছে ১৭০০-এরও বেশি শূন্য়পদ! আজই আবেদন করুন

রেলের তরফে জারি করা তথ্য অনুযায়ী, খড়্গপুর, টিকিয়াপাড়া, সাঁতরাগাছি, চক্রধরপুর, আদ্রা, রাঁচি-সহ বিভিন্ন ইউনিটে মোট ১,৭৮৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

দুর্দান্ত সুযোগ চাকরিপ্রার্থীদের জন্য। সরকারি চাকরি যাঁরা খুঁজছেন, এই প্রতিবেদন তাঁদের জন্য। আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। জানলে খুশি হবেন, রেলে নতুন করে হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আসলে দক্ষিণ পূর্ব রেলওয়ে কলকাতায় শিক্ষানবিশের ১৭৮৫টি পদে নিয়োগ করা হবে। যার জন্য আবেদন প্রক্রিয়া ২৮ নভেম্বর ২০২৪ থেকে শুরু হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

Latest Videos

এই নিয়োগ প্রক্রিয়ায় যোগদানের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি বা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এছাড়াও ক্ষেত্র বিশেষে আইটিআই সার্টিফিকেট পেয়েছেন এমনও কিছু প্রার্থী আবেদন জানাতে পারবেন।

প্রার্থীর বয়স

প্রার্থীর ন্যূনতম বয়স ১৫ বছরের কম হওয়া উচিত নয় এবং সর্বোচ্চ বয়স ২৪ বছরের বেশি হওয়া উচিত নয়। সংরক্ষিত বিভাগ থেকে আসা প্রার্থীদের নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বতন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

আবেদন ফি

এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে হলে অন্য সব শ্রেণির প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। প্রার্থীদের অবশ্যই নির্ধারিত ফি জমা দিতে হবে অন্যথায় আপনার ফর্ম গ্রহণ করা হবে না। যদিও এখানে বলে রাখি, এসসি, এসটি, পিডব্লিউডি এবং মহিলাদের আবেদনের জন্য কোনও ধরণের ফি জমা দিতে হবে না। এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিশদে জানতে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আবেদন জানানোর প্রক্রিয়া

এই নিয়োগের জন্য যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। আরআরসি এসইআর rrcser.co.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন।

কোথায় কোথায় নিয়োগ হবে?

এখন নিশ্চয়ই ভাবছেন যে কোথায় কোথায় এই নিয়োগ হবে? রেলের তরফে জারি করা তথ্য অনুযায়ী, খড়্গপুর, টিকিয়াপাড়া, সাঁতরাগাছি, চক্রধরপুর, আদ্রা, রাঁচি-সহ বিভিন্ন ইউনিটে মোট ১,৭৮৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

১) আরআরসি এসইআর নিয়োগ ২০২৪ এ যোগ দিতে, প্রথমে অফিসিয়াল পোর্টাল iroams.com/RRCSER24 ভিজিট করুন।

২) ওয়েবসাইটের হোম পেজে apply বাটনে ক্লিক করুন।

৩) এখন আপনাকে register বাটনে ক্লিক করতে হবে। Request করা বিশদটি পূরণ করতে হবে এবং নিজেকে রেজিস্টার করতে হবে।

৪) রেজিস্ট্রেশনের পর প্রার্থীদের অন্যান্য তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৫) সবশেষে প্রার্থীকে সম্পূর্ণ পূরণ করা ফরমের প্রিন্টআউট নিয়ে নিরাপদে রাখতে হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা
জেলের ভিতর কতটা কষ্ট দেওয়া হচ্ছে চিন্ময় প্রভুকে? খোলসা করে সব বললেন Suvendu Adhikari
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral